আজকাল ওয়েবডেস্ক: আরও একটা নতুন বছর। দুর্গাপুজোর পর বাঙালির নিজেকে উজাড় করে দেওয়া পার্বণ হাজির। পয়লা বৈশাখ। একেবারে যাকে বলে ষোলআনা বাঙালিয়ানার উদযাপন। কব্জি ডুবিয়ে ভূরিভোজ ছাড়া যেমন বাঙালির সব উৎসবই অসম্পূর্ণ, তেমনই চাই সাজগোজও। পয়লা-পার্বণে ডুব দেবেন আর সাজবেন না, তা-ও কি হয়! 

বর্তমানে মেয়েরা যতই সারা বছর পাশ্চাত্য পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করুক, অষ্টমী কিংবা সরস্বতী পুজোর অঞ্জলির মতো পয়লা বৈশাখেও শাড়িই প্রথম পছন্দ। হালকা সাজের মেকআপের সঙ্গে পাটভাঙা শাড়ি, কপালে ছোট্ট টিপ-দীর্ঘদিন ধরে নববর্ষে বঙ্গনারীদের সাজগোজের এমনই ধারা চলে আসছে। 

ইদানীং সাজপোশাকে সাবেকিয়ানার সঙ্গে মিশেছে আধুনিকতার ছোঁয়া। ঠিক যেমন ধরা দিয়েছেন শ্রীতমা বৈদ্য। পরেছেন ধূসর হ্যান্ডলুম শাড়ি। চওড়া মেরুন পাড়ের বর্ডারে একই রঙের সুতোর কাজ। খোলা চুলে হাতে, গলায় সোনালি গয়না। আর সঙ্গে হালকা টিপে অনবদ্য অভিনেত্রী। 

শ্রীতমাকে যোগ্য সঙ্গ দিয়েছেন রাহুল দত্ত। মাঝে একটা সময়ে ধুতি পরা এবং সামলানো ঝক্কির বলেই মনে করতেন ছেলেরা। এখন সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। বাঙালির উৎসবে-পার্বণে ধুতি-পাঞ্জাবিই এখন স্টাইল স্টেটমেন্ট। লাল-মেরুনের চিরকালীন চেনা জুটিতে ধরা দিয়েছেন সারেগামা খ্যাত রাহুল। তাঁর সাদা পাঞ্জাবিতে রয়েছে সুতোর নিঁখুত কাজ। সঙ্গে মেরুন পাড়ের সিল্কের ধুতি। 

সময়ের সঙ্গে বদল এসেছে ফ্যাশন দুনিয়াতেও। বর্তমানে পোশাক পরিধানের ধ্যান-ধারণাতেই আধুনিকত্বের আমেজ ভরপুর। ফ্যাশন ফ্লোরে ছিমছাম সাজে অরুণিমা হালদার ও রব দে। 

অরুণিমার ছাই রঙা নেট টিস্যু শাড়িতে সোনালি-রূপালি জরিবুটি কাজ। আর রব পরেছেন এক রঙা গোল্ডেন জরির কাজে সবুজ রঙের পাঞ্জাবি। সঙ্গে ছাই রঙা ধুতি আর চোখে মোটা চশমায় সমানে সমানে টক্কর দিয়েছেন তিনিও। 

বৈশাখের তপ্ত দুপুর গড়িয়ে বেলা পড়তেই খানিক কমে আসে গরম। সন্ধের জমায়েতে তাই বরং খানিকটা গাঢ় রং, ভারী সাজ বেছে নেওয়া চলে। যেমন নায়না গাঙ্গুলির পছন্দ লাল পাড়ের সবুজ সিল্কের শাড়ি। গলায় মানানসই ভারী দুল ও সোনালি রঙের বালা। খোলা চুলে ভারী টিকলিতে অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়। 

শুধু সাজই নয়, হাতে ফুলের সাজানো থালায় জ্বলছে প্রদীপ। মিষ্টি হাসিতে মাত করেছেন বাঙালি কন্যে!

 

মডেল: শ্রীতমা বৈদ্য  রাহুল দত্ত,  অরুণিমা হালদার,  রব দে, নায়না গাঙ্গুলি 
মেকআপ: মৌসুমি দাস, জয়িতা দাস, সঙ্গীতা দেবনাথ
হেয়ার: পিকু মন্ডল    
ছবি: রাহুল দেব মল্লিক, সুমন পাল 
পোশাক: সৌরভ মণ্ডল 
শুট কো-অর্ডিনেটর: মধুরিষা শীল                  
ভাবনা ও প্রয়োগ: শ্যামশ্রী  সাহা