আজকাল ওয়েবডেস্কঃ নিয়মিত মুখে মধু মাখলে ত্বকের হাজারো সমস্যা কমে যায়। মধু ত্বকের উপর ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তবে, মুখের উপর মধুকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। ত্বকের যত্নে মধুর উপকারিতা হাজারো। 

সুগার, প্রোটিন, এনজাইম থেকে শুরু করে মিনারেল, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড ও পলিফেনলে সমৃদ্ধ মধু। তাই খাওয়ার পাশাপাশি মুখে মধু মাখলে ত্বকের হাজারো সমস্যা দূর হয়ে যাবে। মধুর মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা মুক্ত র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

মধু ত্বকের উপর প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি মরা কোষ দূর করে। আর মধুর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। মধুর সঙ্গে অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে আপনি ফেসপ্যাক বানাতে পারেন।

মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। তাতে ত্বক মসৃণ ও টানটান থাকে। দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে। ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। মধু এই কাজে বেশ সক্ষম। তাই মুখে কিছু ক্ষণ মধু মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসে। একই কারণে মুখের কোনও মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়। কম সময়ে ঔজ্জ্বল্য ফিরে পেতে অ্যাভোক্যাডো, লেবুর রস কিংবা অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে মধু মিশিয়ে নেওয়া যেতে পারে।