আজকাল ওয়েবডেস্কঃ ভুরুর যত্ন অনেকেই নেন না। এর ফলে অল্প বয়সেই পাতলা হয়া যায় আই ব্রো। সময় মতো পার্লারে গিয়ে আই ব্রো প্লাক করলেই সঠিক যত্ন নেওয়া হয় না। ভুরুর যত্ন নিতে ব্যবহার করতে পারেন বেশ কিছু উপাদান। মহিলা মহলে ঘন, কালো ভ্রুয়ের চাহিদা কিন্তু তুঙ্গে। মনের মতো ভ্রু পেতে কম কসরত করেন না মহিলারা। তবে তা সত্ত্বেও মনের মতো ভুরু পান না অনেকেই। তবে উপায় আছে যা মানলে আপনার ভুরু হবে সুন্দর। তার জন্য চাই বাড়তি যত্ন। নইলে ঘন, কালো ভ্রুয়ের আশা কখনও পূর্ণ হবে না। জেনে নিন তার জন্য কী করতে হবে।
দুটি আখরোট বাদামকে সম্পূর্ণ পুড়িয়ে নিন। একটি পাত্রে এদের ভাল মতো থেঁতো করে গুঁড়ো বানিয়ে নিন। এই গুঁড়োকে একটি ছোট এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। এর উপর একে একে এক চামচ করে ভেসলিন, নারকেল তেল ও আমন্ড অয়েল দিন। দুটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। খুব ভাল করে সম্পূর্ণ উপকরণগুলোকে মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ইয়ারবাড দিয়ে ভ্রুতে লাগিয়ে রাখুন। কালো ঘন ভুরু পান নিমেষেই।
ভ্রুয়ের বৃদ্ধি বাড়াতে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, ক্যাস্টর অয়েল। এতে ভ্রুয়ের গ্রোথ বাড়ে। নজর দিতে হবে ডায়েটেও। রোজের খাদ্য তালিকায় রাখুন প্রোটিন, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম যুক্ত খাবার। তাহলে ভুরু দ্রুত ঘন ও কালো হবে।
