আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যা এবং রামমন্দির। অনেকেই মনে করেছিলেন ২৪-এর লোকসভা ভোটে ফ্যাক্টর হবে এই রামমন্দির। ফলাফল প্রকাশের পর দেখা গেল তা তো হয়নি, উল্টে রামমন্দিরের লোকসভায়, ফৈজাবাদে হেরেছে গেরুয়া শিবির। রামলালাকে ঘরে ফিরিয়ে আনলেও সেখানেই কেন মুখ থুবড়ে পড়তে হল বিজেপিকে? নিজের ব্যাখ্যা দিলেন অখিলেশ। এই নির্বাচনের মোড় ঘুরিয়েছেন যে কয়েকজন, অখিলেশ তাঁদের মধ্যে অন্যতম। জানুয়ারিতে রামমন্দির উদ্বোধনের পর, এপ্রিল-মে মাসের ভোটেও কেন বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিল উত্তরপ্রদেশের একটা বড় অংশের মানুষ, সেই উত্তর দিলেন মুলায়ম পুত্র। তাঁর মতে বিজেপি দেবতার পুজো করতে গিয়ে আদতে পথে বসিয়েছে দরিদ্রদের। অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর। রামমন্দির তৈরির জন্য বহু মানুষকে উৎখাত করা হয়েছে। অনেকে বাধ্য হয়েছেন চড়া দামে জমি বিক্রি করতে। তাঁরাই এবার বিজেপির বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে।  উত্তর প্রদেশে বিজেপির ফল আরও খারাপ হওয়া উচিত ছিল বলেই মত তাঁর।

৮০ আসনের উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অর্থাৎ অখিলেশ যাদবের দল পেয়েছে ৩৭ আসন। লোকসভায় বিজেপি, কংগ্রেসের পর তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল সপা। উত্তরপ্রদেশে সপা এবং কংগ্রেস মিলে, অর্থাৎ ইন্ডিয়া জোট পেয়েছে ৪৩ আসন।