সাত সকালে ট্রেনে চাপলেন নায়ক-নায়িকা। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। শনিবার সকালে বন্দে ভারতে সফর করতে দেখা গেল তাঁদের। বিলাসবহুল গাড়ি, আরামদায়ক বিমান সফর ছেড়ে হঠাৎ কেন ট্রেন যাত্রা টলিপাড়ার জনপ্রিয় জুটির? না ছুটি বা শুটিং নয়, অনুষ্ঠান করতে রায়গঞ্জে যাচ্ছিলেন দু’জন। আর সেই যাত্রার শুরুটাই হল নিখাদ রসিকতা আর আনন্দ দিয়ে।

স্বভাবসিদ্ধ রসিকতা দিয়ে সকাল সকাল প্রেমিকাকে মাতিয়ে রাখলেন অঙ্কুশ। ট্রেনকেই বানিয়ে ফেললেন জয় রাইড। ট্রেনের রোটেটিং সিটে বসে শিশুসুলভ আনন্দে ভাসলেন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। কখনও জানলার দিকে ঘুরে যাচ্ছেন, কখনও আবার চোখ রাখছেন তাঁদের দিকে তাক করা ক্যামেরার দিকে। ঐন্দ্রিলা তাঁকে কপট শাসন করেছেন ঠিকই। কিন্তু নায়ককে থামিয়ে রাখার উপায় নেই।

এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। জুটি বেঁধে করেছেন একাধিক ছবিও। মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত বড় পর্দায় আসবে আগামী বছরের সরস্বতী পুজোয়। একটি বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে নায়কের প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত সুমিত-শাহিল। অঙ্কুশের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’ পরিচালনার দায়িত্বেও ছিলেন তাঁরা।

রায়গঞ্জের অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। মঞ্চে সুপারহিট সব গানে নেচে উঠলেন অঙ্কুশ। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন অনুরাগীরা। ঐন্দ্রিলাও মাতিয়ে রাখলেন সকলকে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)