নিজস্ব সংবাদদাতা: টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে বহুদিন ধরেই বিদেশের মাটিতে নিজের জায়গা ধীরে ধীরে তৈরি করে চলেছেন অভিনেত্রী অর্পিতা ঘোষ। 'মিঠাই' ধারাবাহিকের সেই দুষ্টু ভিলেন এবার আন্তর্জাতিক মডেল।

জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' শেষ হয়েছে বহুদিন আগেই। কিন্তু আজও দর্শকদের মনে রয়ে গেছে প্রত্যেকটি চরিত্র। খুব বেশি সময়ের জন্য না হলেও অর্পিতা ঘোষ অভিনীত 'সৌমি' চরিত্রটিও দর্শকের মনে আছে। হঠাৎ করেই 'সিদ্ধার্থ'র জীবনে উদয় হয়েছিল 'সৌমি'। সেই সময় 'মিঠাই' না থাকলেও 'মিঠি'কে একেবারেই মেনে নিতে পারছিল না এই চরিত্র। 'মিঠাই' ধারাবাহিক এর মাধ্যমেই ছোট পর্দায় প্রথম কাজ শুরু করেন অর্পিতা। এছাড়াও মডেলিং করার পাশাপাশি বহু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এমনকী তাঁকে দেখা গিয়েছে বড়পর্দাতেও।

এবার টলিউডের পাশাপাশি বিদেশে নিজের স্বপ্ন পূরণের পথে এই অভিনেত্রী। কলকাতায় মডেল হিসেবে জনপ্রিয় মুখ অর্পিতা, এই মুহূর্তে ডাবলিনে রয়েছেন। সেখানেই অভিনয় শিক্ষার পাশাপাশি মডেলিংও করছেন এই অভিনেত্রী। এবার আয়ারল্যান্ডের আন্তর্জাতিক প্রযোজনা সংস্থা 'নট আনাদার ইনটল' এর মডেল হিসেবে চুক্তিবদ্ধ হলেন অর্পিতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর নিজেই দিয়েছেন অভিনেত্রী।

একটি ছবি ভাগ করে নিয়ে অর্পিতা লিখেছেন, "সব সময় স্বপ্ন ছিল একজন আন্তর্জাতিক মডেল হিসেবে কাজ করার, ডাবলিনের 'নট আনাদার ইনটল'-এ চুক্তিবদ্ধ হওয়ার খবর ভাগ করে নিতে পেরে দারুণ খুশি।"

টলিউড তথা বাংলার জন্য এই খবর সত্যিই গর্বের।বাংলার মেয়ে আবারও বিদেশের মাটিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করলেন। এবার কি শুধুই বিদেশে কাজ করবেন অর্পিতা? নাকি সুযোগ পেলেই টলিউডেও দেখা যাবে তাকে? এর উত্তর সময়ই বলবে।