রবিবার ভোরে আসাম জেগে উঠল এক গভীর শোকে। জুবিন গর্গের মরদেহ গুয়াহাটিতে পৌঁছল। লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার শোকাহত অনুরাগী। কেউ গাইলেন তাঁর অমর গানগুলো, কেউ একসুরে শেষবারের মতো উচ্চারণ করলেন—“জয় জুবিন দা।” অসমের মানুষের কাছে এটি কেবল বিদায় নয়, বরং তাঁদের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গীর সঙ্গে শেষ যাত্রা। মাত্র ৫২ বছর বয়সে, সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডে সাঁতার কাটার সময় থেমে গেল সেই চিরচেনা, সুরেলা কণ্ঠস্বর।

জুবিনের মরদেহ গুয়াহাটিতে পৌঁছলে বিমানবন্দরে গায়ককে শেষ বারের মতো  আগলে রাখেন স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। ফুলে সজ্জিত অ্যাম্বুল্যান্স ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করে। অনুরাগীরা কাটআউট হাতে ধরে তাঁকে শ্রদ্ধা জানালেন, কেউ কেউ আবার তাঁর উদ্দেশ্যে ‘জেন জি ফরএভার’ লেখা ‘গামোছা’ হাওয়ায় মেলে ধরলেন। প্রিয় গায়কের নিথর দেহ দেখে অশ্রু থামল না।

শোকার্জিত শোভাযাত্রায় নেতৃত্ব দেয় জুবিনের প্রিয় খোলা জিপ, যা তিনি প্রায়ই কনসার্টে ব্যবহার করতেন। কিন্তু গায়ক আর সওয়ার হলেন না, এবার জিপটি বহন করছিল তাঁর বিশাল ছবি, পাশে দাঁড়িয়েছিলেন ব্যান্ডের সদস্যরা—শেষ যাত্রার জন্য।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)