আজকাল ওয়েবডেস্ক: কলকাতার কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল দেশ। তার মাঝেই অভিযোগ, নার্সিং পড়ুয়াকে ধর্ষণের অভযোগ। কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই নৃশংস ঘটনা ঘটেছে। অভিযোগের তীর আটো চালকের দিকে।

ঠিক কী ঘটেছিল? প্রাথমিক তদন্তের পর, পুলিশ জানিয়েছে কলেজ ছুটির পর মহারাষ্ট্রের রত্নগিরিতে ওই তরুণী একটি অটো রিকশা বুক করেন বাড়ি ফেরার জন্য। ওই চালক তরুণীকে এক তই বিশেষ পানীয় দেয়। সেটি খেয়েই তরুণী অচেতন হয়ে পড়েন। এই পরিস্থিতিতে তাঁকে পূর্ব পরিকল্পত জায়গায় নিয়ে গিয়ে চালক ধর্ষণ করে।

ওই তরুণী এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে। একই সঙ্গে জানা  গিয়েছে তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রতিবাদে এলাকায় সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়েছে।