আজকাল ওয়েবডেস্ক: জুলাই আন্দোলন দেখেছে পদ্মাপার। দেখেছে হাসিনা সরকারের পতন। মুজিবের অবমাননা। একই সঙ্গে বাংলাদেশ দেখেছে অন্তবর্তী সরকার। হাসিনা সরকারের পতনের পরেই, আন্দোলনকারী ছাত্রসমাজ চেহেয়ছিল মহম্মদ ইউনূস বসুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে। তিনি রাজি হয়েছিলেন। তবে ২০২৪-এর আগস্ট থেকে এখনও বছর ঘোরেনি, পদ্মাপারে জোর জল্পনা, এবার নাকি নিজের পদ থেকেই সরে যেতে চাইছেন ইউনূস।
গত কয়েকমাসে একাধিকবার ‘নির্বাচন কবে’-সহ একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইউনূস। এসবের মাঝেই, বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর, পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন তিনি। এই জল্পনার মাঝেই, বৃহস্পতিবার ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম। যিনি কয়েকমাস আগে পর্যন্ত অন্তবর্তী সরকারের অংশ ছিলেন।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে নাহিদ সাক্ষাৎ করেন ইউনূসের সঙ্গে। যমুনা থেকে বেরিয়ে নাহিদ জানান, ইউনূস আদতেই ভাবছেন পদত্যাগ নিয়ে। নাহিদের বক্তব্য, ইউনূস জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আর কাজ করতে পারছেন না তিনি। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও জানা গিয়েছে।
