জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধওয়ান সম্প্রতি তাঁর গাড়ির চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানো নিয়ে ওঠা একটি অভিযোগকে অত্যন্ত শান্ত এবং পরিণতভাবে সামলেছেন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা কীভাবে অভিযোগকারীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলছেন এবং পুরো পরিস্থিতি সামাল দিচ্ছেন।

 

 

ঘটনাক্রমে, বরুণ ধওয়ান তাঁর সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁদের আসন্ন রোমান্টিক কমেডি ছবির প্রচারণার জন্য প্রস্তুত হচ্ছেন। ঠিক সেই সময়ই তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে নিয়ে এই অভিযোগ ওঠে। জানা গিয়েছে, বরুণের গাড়ি ধাক্কা মারে এক পথচারীকে। দু’পক্ষের বাকবিতণ্ডার মাঝে চলে আসে ট্র্যাফিক পুলিশ। পুলিশকে ওই পথচারী বলেন,‘‘এই লোকটা গোটা গাড়িটাই আমার উপর তুলে দিচ্ছিল।’’ সেই সময় গাড়ি থেকে নেমে আসেন বরুণ। দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন তিনি। শেষমেশ পুলিশ ছেড়ে দেয় বরুণের গাড়ি।  অভিযোগ ছিল, বরুণের চালক কেবল বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন না, দুর্ঘটনার পর তাঁকে কথায় গালিগালাজও করেছেন।

 


সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বরুণ ধওয়ান অত্যন্ত শান্তভাবে তাঁর গাড়ির কাঁচ নামিয়ে অভিযোগকারী ব্যক্তির সঙ্গে কথা বলছেন। অভিযোগকারী যখন তাঁর ড্রাইভারের দুর্ব্যবহারের কথা বলছেন, বরুণ তখন মনোযোগ দিয়ে সবটা শুনছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিচ্ছেন। ভিডিওতে বরুণের ধৈর্যশীল ও বিনয়ী আচরণ দেখে নেটিজেনরা তাঁর প্রশংসা করছেন। অনেকেই বলছেন, একজন তারকা হিসেবে তিনি যেভাবে প্রকাশ্যে এমন একটি স্পর্শকাতর পরিস্থিতি সামলালেন, তা সত্যিই অনুকরণীয়।

 

আরও পড়ুন: 'সাইয়ারা'র পর দ্বিতীয় ইনিংস শুরু অহন পাণ্ডের, অ্যাকশন হিরো হয়ে কবে ফিরছেন অভিনেতা?

 


এই ঘটনাটি যখন ঘটেছে, বরুণ ধওয়ান তখন তাঁর নতুন ছবি 'সানি সংস্কারি কী তুলসি কুমারী'-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিটি ২ অক্টোবর, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই দিনে বক্স অফিসে ঋষভ শেট্টির 'কান্তারা: চ্যাপ্টার ১'-এর সঙ্গে এই ছবির প্রতিযোগিতা হবে বলে অনুমান করছেন সমালোচকরা। 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by HIP-HOP MOTOR BUS (@hiphopmotorbus)