স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস' শুরু থেকে বেশ পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছেন নবাগতা অভিনেত্রী পর্ণা চক্রবর্তী। এর আগে মডেলিং জগতের চেনা মুখ ছিলেন পর্ণা। তবে জানেন কি তাঁর আরও একটি পরিচয় আছে? শোনা যাচ্ছে, টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতার বান্ধবী পর্ণা। 

 

 

 

 

টলিপাড়ার সূত্র বলছে, তাঁরা সম্পর্কে রয়েছেন। বিভিন্ন ধারাবাহিকের চেনা মুখ অভিনেতা অরুণাভ দে। স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস, অনেক দিনই তাঁরা সম্পর্কে রয়েছেন। ইনস্টাগ্রামের পাতায় ঢুঁ দিলে পর্ণা এবং অরুণাভের অনেক ছবিই দেখা যাবে। যদিও সেখানে কখনও তাঁরা নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠদের দাবি, বহু দিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। সে কথা এবার নিজেরাই ফাঁস করলেন। 

 

 

 

 

এ বছর পুজো জুটিতে কাটালেন তাঁরা। নবমীতে সমাজমাধ্যমে অরুণাভ ও পর্ণা একসঙ্গে ছবি ভাগ করেন। তাঁদের আদুরে পোস্টে লেখেন, 'অফিশিয়ালি প্রথম পুজো। হ্যাপি নবমী, পুজোয় একটু তো প্রেম পাবেই।' দু'জনের এই পোস্টেই স্পষ্ট যে এবার নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন। 

 

 

 

পর্ণা অভিনয় দুনিয়ায় একেবারে আনকোরা নন। এর আগে একাধিক মিউজিক ভিডিয়োয় কাজের অভিজ্ঞতা আছে তাঁর। সেই কারণেই নায়িকার ভূমিকায় তাঁকে বেছেছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজ। পর্দায় কম্পাসের জার্নি দেখতে ভালই পছন্দ করছেন দর্শক মহল। গল্পে এখন বিহানের সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয়ে গিয়েছে তার। 'বিহান'-এর চরিত্রে অভিনেতা অর্কপ্রভ রায়। ধারাবাহিকে তাদের দু'জনের মোটেই বনিবনা নেই। তাদের মাঝে রয়েছে মোনালিসা। যার সঙ্গে বিহানের বিয়ে হওয়ার কথা ছিল। তাই এখন মোনালিসার চক্ষুশূল কম্পাস। নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে ধারাবাহিকের গল্প এগোচ্ছে। 

 

 

আরও পড়ুন: ভাল কর্মের ফল সোহিনী! ‘রাজকন্যা’র জন্মদিনে ঘোষণা শোভনের, স্ত্রীকে কোন সওগাত দিলেন গায়ক

 

 

এদিকে, পুজোর সময় নিজের ভালবাসায় সিলমোহর দিয়ে দিলেন নবাগতা নায়িকা। অরুণাভ ও পর্ণার এই পোস্টে তাঁদের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন নেটিজেন থেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা। প্রসঙ্গত, এই মুহূর্তে দর্শক অরুণাভকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'তে।