আজকাল ওয়েবডেস্ক: বাম রাজনীতির এক অধ্যায়ের অবসান। প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার দিল্লি এইমস-এ প্রয়াত হন বর্ষীয়ান বাম নেতা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন বর্ষীয়ান বাম নেতা। তারপরেই সমাজমাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, বর্ষীয়ান নেতার মৃত্যু জাতীয় রাজনীতিতে এক বড় ক্ষতি। পরিবার, স্বজনদের সমবেদনা জানিয়েছেন মমতা।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি লিখেছেন, তাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ায় নানা সময়ে বিরোধ হয়েছে, তবে গত কয়েকবছরে বেশকিছু বিরোধী বৈঠকে তাঁর সঙ্গে আলাপ করার সৌভাগ্য হয়েছে। অভিষেক লিখেছেন, ‘তাঁর সরলতা, জননীতি সম্পর্কে গভীর উপলব্ধি এবং সংসদীয় বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি ছিল অসাধারণ।‘


নিজেদের দীর্ঘ সময়ের নানা বিষয়ের কথোপকথন মনে পড়বে, সীতারাম-প্রয়াণে তেমনটাই লিখেছেন রাহুল গান্ধী। প্রিয় কমরেডকে বিদায় জানিয়েছেন মানিক সরকার।

দিল্লি এইমস-এ দেহ দান করা হবে সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। সিপিএম-এর সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী ৭ দিন রাজ্যের দলীয় কার্যালয়গুলিতে দলের পতাকা অর্ধনিমিত থাকবে, হবে শোকমিছিল।