পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য সুরলোকে জুবিন গর্গ। গায়ক নেই। রয়ে গিয়েছে তাঁর গান। কণ্ঠের মায়া। শুধু অসমিয়া বা বলিউড নয়, তিনি মুগ্ধতা ছড়িয়ে ছিলেন বাংলা গানেও। আর সে কথাই তাঁর মৃত্যুর এক মাসের মাথায় আরও একবার মনে করিয়ে দিলেন দেব। যাঁর কেরিয়ারের অসংখ্য সুপারহিট গান এসেছে জুবিনের হাত ধরেই। যে সব গান আজও চুপ করে বসে আছে সঙ্গীতপ্রেমীদের প্লে লিস্টে।

দেব তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সাফল্যের সিঁড়ি চড়ছেন একে একে। তাঁর সেই উত্থানের অন্যতম অনুঘটক ছিল জুবিনের গাওয়া গানগুলি। ‘মন মানে না’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘বলো না তুমি আমার’, ‘রোমিও’-র মতো ছবিতে একের পর এর সুপারহিট গান গেয়েছেন জুবিন। একটা সময় এমন এল যে, নায়ক আর গায়ক প্রায়ই সমার্থক হয়ে উঠলেন দর্শকের কাছে।

জুবিনের মৃত্যুর পর তাই নিজের মতো করে তাঁকে শ্রদ্ধাঞ্জলী জানালেন দেব। সম্প্রতি এক অনুষ্ঠানে মঞ্চে গাইলেন প্রয়াত গায়কের ‘চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা’। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরাণ যায় জ্বলিয়া রে’র সেই গান ছিল ব্যর্থ প্রেমিক-প্রেমিকার অ্যান্থেম। এখনও তার রেশ একই রকম অমলিন। দেবের কণ্ঠে জুবিনের গান শুনে আবেগে ভাসলেন দর্শক। নেটমাধ্যমেও নায়ক-গায়কের জুটি নিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন স্রোতারা। আরও একবার অতীতের পথ ধরে হেঁটে যেন পুরনো সময়ে ফিরে যাওয়া।

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘পিয়া রে’ গানটি গেয়ে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন জুবিন। ছবির মতোই গানটিও রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। সেই থেকেই শুরু হয় তাঁর সোনালি সফর। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। যে গানেই জুবিনের কণ্ঠ, সেখানেই যেন সোনায় মোড়া সুরের জাদু।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)