নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে চলছে বিয়ের জমজমাট শুটিং। একদিকে বিয়ের মন্ডপে হাজির 'সুধা' ও 'তেজ'। অন্যদিকে এই বিয়ে ভাঙতে নতুন ষড়যন্ত্র 'ইমন'-এর। তার মাঝেই চলল বাস্তবের 'সুধা' অর্থাৎ সোনামণি সাহা, 'তেজ' ওরফে হানি বাফনা এবং 'ইমন' ওরফে পিয়ান সরকারের মজার আড্ডা। এই আড্ডায় সামিল হয়েছিল আজকাল ডট ইন।

বিয়ের দৃশ্যের আগে নববধূ সাজে হাসিমুখে ঘুরতে দেখা গেল সোনামণি সাহাকে। কিছুক্ষণ পর ধুতি পাঞ্জাবিতে হাজির হানি বাফনা। বিয়ের প্রস্তুতি কতটা হল? আজকাল ডট ইন-কে হানি বাফনা জানালেন, "প্রস্তুতি আমাদের রোজই চলে, তবে আজকে সোনামণিকে একটু বেশি প্রস্তুতি নিতে হয়েছে, আমার তেমন নয়।" হাসিমুখে সোনামণির উত্তর, "বিয়ের সময় শুটিংয়ের চাপ থাকলেও আমাদের আড্ডা মজা সবকিছুই চলে।" বিয়ের আগেই 'তেজ' অবিশ্বাস করতে শুরু করেছে 'সুধা'কে? হানির উত্তর,"পরিস্থিতির কারণে তেমনটা হচ্ছে ঠিকই, তবে ইমন আসল প্ল্যানিং করে রেখেছে, কী যে হবে বলা মুশকিল।"

সোনামণির কথায়,"সুধা নিজের দিক থেকে পরিষ্কার, শেষ সবকিছু জানিয়েই সামনের দিকে এগিয়েছে, তাই সুধার কোনও দোষ নেই।" বিয়ের কথা শুনে নাকি সোনামণির জ্বর চলে আসে? হানি বলেন,"জ্বর বিয়ের কথায় নয়, রোদ বৃষ্টিতে যেভাবে শুটিং করতে হচ্ছে, জ্বর নিয়েও শুটিং করছে সোনামণি।" অন্যদিকে 'ইমন' অর্থাৎ পিয়ান সরকার বললেন, "ইমন যা প্ল্যান করে তা কাউকে কখনও বলে না, সেটা দর্শকেরা দেখতেই পাবেন। তবে ইমন যদি না খেতে পায় তাও ঠিক আছে কিন্তু এই বিয়ে সে হতে দেবে না, কারণ তেজকে খুব ভালবাসে ইমন। তাই তেজ শুধু ইমনের।"

সত্যিই কি 'সুধা' ও 'তেজ'-এর বিয়ে হতে দেবে না ইমন? জীবনের দ্বিতীয় অধ্যায় কি শুরু করতে পারবে 'সুধা'? জানতে হলে দেখতে হবে স্টার জলসায় 'শুভ বিবাহ'।