সংবাদসংস্থা মুম্বই: প্রথমবার স্ক্রিন শেয়ার করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের। কিন্তু শোনা গিয়েছিল পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হামলার জেরে ‘সর্দারজি ৩’ ছবি থেকে নাকি বাদ পড়তে পারেন হানিয়া! 

 

 

 

 

এই জঙ্গি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের নিয়ে ভারতীয় ছবিতে কাজ করানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে খবর আসে —‘সর্দারজি ৩’ থেকে হানিয়া আমিরকে বাদ দেওয়া হচ্ছে। নির্মাতারা নাকি এখন তাঁর অংশ বাদ দিয়ে অন্য অভিনেত্রী নিয়ে নতুন করে শুট করার কথা ভাবছেন। যদিও ছবিটির ইংল্যান্ডের শুটিং শিডিউল গত মাসেই শেষ হয়েছে।

 

 

 

কিন্তু এবার যেন‌ উল্টো সুর নির্মাতাদের। হানিয়া আমিরকে নিয়েই ছবিটি করছেন তাঁরা! বাদ যাননি পাক নায়িকা? সম্প্রতি, সমাজমাধ্যমে ছড়িয়েছে এমনই খবর। ছবির শুটিং সেটের পর্দার পিছনের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন দিলজিৎ। সেই সব ছবি খুঁটিয়ে দেখেছেন অনুরাগীরা। আর ছবিতে তাঁরা খুঁজে বের করেছেন হানিয়া আমিরকে। দিলজিতের ভাগ করে নেওয়া প্রথম ছবিতে অভিনেত্রী নীরু বাজওয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছেন হানিয়া। এমনটাই মত নেটপাড়ার। 

 

 

 

অন্য একটি ছবিতে দিলজিতের সঙ্গে দেখা যাচ্ছে এক অভিনেত্রীকে। অভিনেত্রীর পরনে কালো রঙের শাড়ি ও ব্লাউজ। পিছন ফিরে রয়েছেন তিনি। অবয়ব ও চুলের ছাঁট দেখে নেটাগরিকের ধারণা, তিনি হানিয়াই। এই ছবি দেখে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, “পহেলগাঁও কাণ্ডের পরেও ভারতের ছবিতে পাকিস্তানি অভিনেত্রী কাজ করছেন?” যদিও এই প্রশ্নের কোনও জবাব দেননি দিলজিৎ কিংবা নির্মাতারা।