আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক। প্রেমের, পরিণতিতে বিয়ে। কিংবা পরিবারের দেখাশোনায় বিয়ে। নানা কারণে সেই বিয়ের বন্ধন কেটেও যায়। বিচ্ছেদ হয় দম্পতির। কিন্তু সব বিচ্ছেদের শেষে, সম্পর্ক শেষ হওয়ার পর কি থাকে মনখারাপ? থাকে অনেক ক্ষেত্রেই। অনেকেই বহু মানুষ বিচ্ছেদের রেশ সামলাতে পারেন না বহু বছর ধরেও। আবার অনেকেই বিচ্ছেদের পর, সম্পর্ক শেষের পর যা প্রতিক্রিয়া দেন, তাতে মনে হয়, হাফ ছেড়ে বেঁচেছেন। সাম্প্রতিককালে তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও। যা দেখে তো তাজ্জব নেটিজেনরা। কেউ কেউ বিস্ফারিত চোখে প্রশ্ন করছেন, 'এমনও হয়?' যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে ভিডিওতে যা দেখা গিয়েছে, তাতে তুমুল আলোচনা সোশ্যালসাইটে। আলোচনা বিচ্ছেদের সমগ্র উদযাপন নিয়ে হলেও, আলোচনার কেন্দ্রে চকোলেট কেক। আর সেই কেকের উপর যা লেখা হয়েছে তা। 

ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে ওই ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে যে, এক যুবক মাটিতে বসে রয়েছেন এবং তাঁর মা তার মাথার উপর দুধ ঢেলে দিচ্ছেন। মূলত এই আচারটি 'অভিষেকম' নামে পরিচিত, যেখানে ভক্তরা শুদ্ধির প্রতীক হিসেবে শিবলিঙ্গের উপর দুধ বা জল ঢেলে দেন। ওই যুবকের বিবাহিত জীবনের সমাপ্তি এবং তাঁর অবিবাহিত জীবনের সূচনা উপলক্ষে তাঁর মা ওই আচার-অনুষ্ঠান পালন করছিলেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Biradar DK (@iamdkbiradar)