আজকাল ওয়েবডেস্ক: একরত্তি। ক’ দিনই বা হবে, পৃথিবীর আলো দেখেছিল সে। হাসপাতালের শৌচালয়ের কমোড থেকে উদ্ধার হল তারই দেহ। ঘটনা আবার এক হাসপাতালের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু নিখোঁজের কোনও অভিযোগ কেউ দায়ের করেননি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই সদ্যোজাতর বয়স এক থেকে দু’ দিন।
ঘটনাস্থল কর্ণাটকের রামনগরের হারোহালির হাসপাতাল। বৃহস্পতিবার সকালে আচমকা শৌচালয়ের জলের পাইপে সমস্যা দেখা দেয়। প্রাথমিকভাবে পাপিপে সমস্যা ভেবে মেরামতকারীকে ডাকা হয়। হাসপাতালের এক তলার শৌচালয়ে পরীক্ষা করতেই কমোডের পাইপে অস্বাভাবিক বস্তু চোখে পড়ে। প্রথমে বর্জ্য বা কাপড় বলে ধারণা হলেও, কিছুক্ষণেই বুঝতে পারেন, সেটা এক একরত্তির দেহ।
ঘটনায় হতবাক হাসপাতালের কর্মী-চিকিৎসকরা। ধারণা, বুধবার রাতেই শিউরে ওঠা এই ঘটনা ঘটেছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের ধারণা, শিশুর জন্ম লুকিয়ে রাখার জন্য, জন্মের পরে সদ্যোজাতকে হত্যা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘটনা প্রসঙ্গে। ইতিমধ্যেই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমানসে। ঘটনার তদন্তে নেমে, পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
