আজকাল ওয়েবডেস্ক: ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। নিয়ম মেনে দিল্লির লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই নজর সেদিকে। একদিকে যেমন, বক্তব্যে বারে বারেই কড়া বার্তা দিলেন পাকিস্তানকে, কখনও দেশকে আত্মনির্ভর হতে বলে নাম না করেও বার্তা দিলেন ট্রাম্পকে, তেমনই দেশবাসীর উদ্দেশে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই একেবারে বড় ঘোষণা করলেন মোদি।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, "This Diwali, I am going to make it a double Diwali for you... Over the past eight years, we have undertaken a major reform in GST... We are bringing next-generation GST reforms. This will reduce the tax burden across the… pic.twitter.com/2hAPP0CFtH
— ANI (@ANI)Tweet by @ANI
জানালেন, জিএসটি সংস্কারের কথা। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপরেই বলেন, 'গত আট বছরে আমরা জিএসটির বড় সংস্কার করেছি। গোটা দেশে ট্যাক্স কম করেছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছি। আট বছর পর, সময়ের দাবি মেনেই এবার রিভিউ। আমারা হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি। রাজ্যগুলির সঙ্গে আলচনা করেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।'
আরও পড়ুন: পরমাণু হুমকি বরদাস্ত নয়, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মনে করালেন, 'রক্ত-জল একসঙ্গে বইবে না'
একইসঙ্গে এদিন মোদি 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' ঘোষণা করেছেন। বেসরকারি খাতে সরকারিও সাহায্যের জন্য এদিন বৃহৎ কর্মসংস্থার প্রকল্পের ঘোষণা করেন। কী হবে এই প্রকল্পে? মোদি এদিন জানান, যাঁরা বেসরকারি খাতে তাঁদের প্রথম চাকরি শুরু করবেন, সরকার থেকে তাঁদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। দেশ যে কোনও পরিস্থিতিতেই কৃষকদের সঙ্গে আপোস করবে না, এদিন সেই বিষয়েও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী।
এছাড়াও এদিন প্রধানমন্ত্রী বলেন-
শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছি-
বক্তব্যে অপারেশন সিঁদুর হিরোদের প্রশস্তি করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলা প্রসঙ্গে মোদি বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয়দের ক্রোধের প্রতিফলন। শত্রুদের কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে, বক্তব্যে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, এখনও প্রতিদিন পাকিস্তানের ঘুম বিঘ্নিত হয়। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এতটাই ব্যাপক ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা-
পহেলগাঁও হামলা পর, কীভাবে প্রত্যাঘাত, পরিকল্পনার সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গে ফের এদিন মনে করান প্রধানমন্ত্রী। বলেন, ২২শে এপ্রিলের পর, আমরা বাহিনীকে পরিকল্পনা, লক্ষ্য এবং সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম এবং আমাদের বাহিনী এমন কিছু করেছে যা দশকের পর দশক ধরে কখনও ঘটেনি।
আত্মনির্ভরতা কেবল রুপি, ডলার, পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়-
প্রধানমন্ত্রী মোদি শুক্রবার ‘আত্মনির্ভরতা’ বা আত্মনির্ভরতার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন, যা সরকার দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এই শব্দের অর্থ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, 'নির্ভরতা যখন অভ্যাসে পরিণত হয় তখন তা দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। তাই সর্বদা সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরতা কেবল আমদানি, রপ্তানি, রুপি, পাউন্ড এবং ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়।'আত্মনির্ভরতার উপর আরও জোর দিয়ে তাঁর বার্তা, কোনও দেশের উপর নির্ভরশীলতা বিপজ্জনক।
