আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের জেরে সে দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়া দিল্লি। লাক্ষাদ্বীপ সফরের পর মালদ্বীপের এক আইনপ্রণেতা প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে বলেন, নয়াদিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলটিকে মালদ্বীপের বিকল্প পর্যটন গন্তব্য হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। মালদ্বীপের আরও দু"জন মন্ত্রী লাক্ষাদ্বীপ থেকে প্রধানমন্ত্রী মোদির ছবিসহ অবমাননাকর মন্তব্য করেন। মালদ্বীপের ‘নিকটতম প্রতিবেশী"’র বিরুদ্ধে এই মন্তব্যের সমালোচনা করে দেশটির অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এই মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এসব মন্তব্য থেকে নিজেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
