ভয়াবহ কাণ্ড কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বাড়িতে। প্রশ্নের মুখে তাঁদের একরত্তি মেয়ে কৃষভির নিরাপত্তা। তারপর থেকে সন্ত্রস্ত তৃণমূল বিধায়ক এবং তাঁর অভিনেত্রী স্ত্রী। ঠিক কী ঘটেছিল?
ছোট্ট কৃষভিকে সামলাতে না পেরে তার গায়ে হাত তোলেন বাড়ির পরিচারিকা। এমনই অভিযোগ করেছেন শ্রীময়ী। ঘটনা যদিও আজকের নয়। এক মাস আগের। সকলের অনুপস্থিতিতে একরত্তি মেয়েকে সামলাতে না পেরে তাকে মারেন পরিচারিকা। আর সেই দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ফুটেজে। প্রথমে টের না পেলেও পরবর্তীতে সেই ফুটেজ শ্রীময়ীর চোখে পড়ে। সন্তানের প্রতি এমন আচরণে স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ তিনি। পাশাপাশি তার সুরক্ষা নিয়েও চিন্তিত। বিষয়টি কাঞ্চন জানার পর তিনি পুলিশে অভিযোগ করতে চেয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ সুরাহা হবে না বলেই মনে করেছিলেন শ্রীময়ী। ফলে স্বামীকে সেই পথ অবলম্বন করতে বারণ করেন।
কৃষভির জন্মের পর থেকেই কাজ শুরু করেছেন শ্রীময়ী। দীর্ঘ সময় বাড়ির বাইরে শুটিংয়ে ব্যস্ত থেকেছেন। মেয়েকে রেখে গিয়েছেন মা এবং পরিচারিকার ভরসায়। জানা যায়, যেদিন এই ঘটনা ঘটেন, সেদিন বাড়িতে ছিলেন না অভিনেত্রীর মা। পুজোর কাজে গিয়েছিলেন নিজের বাড়িতে। অগত্যা পরিচারিকাকে বিশ্বাস করেই তাঁকে মেয়ের দায়িত্ব সঁপে দিয়ে কাজে বেরিয়েছিলেন কাঞ্চন-পত্নী। এখনও এক বছর পূর্ণ না করা কৃষভিকে সামলাতে হিমশিম খেয়ে তার গায়ে হাত তোলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা পরিবারকে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)
এই অপ্রীতিকর ঘটনার জন্য আয়ার সেন্টারকেই কাঠগড়ায় তুলেছেন শ্রীময়ী। অভিযোগ, বর্তমানে সেই নিয়োগকারী সেন্টারগুলি সঠিক নথিপত্র ছাড়াই দায়সারা ভাবে বাড়িতে আয়া পাঠিয়ে দেয়। তারপর কোনও ধরনের সমস্যা হলেও কোনও দায়িত্ব নেয় না।
শুধু তাই নয়। শ্রীময়ীর অভিযোগ, তাঁদের বাড়ির সেই পরিচারিকা সিসিটিভি বন্ধ করে একাধিক দামি জিনিস এবং বাসনপত্রও সরিয়েছেন। প্রথমে টের পেলেও এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি শ্রীময়ী। তাঁর মতে, সেন্টারগুলি যদি আয়া নিয়োগের ক্ষেত্রে কঠোর নিয়ম তৈরি করেন, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া যায়।
গত বছর ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। মল্লিক বাড়িতে নতুন সদস্য আসার খবর ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল।
কলকাতার ইস্কন মন্দিরে মেয়ের মুখে ঠাকুরের প্রসাদ তুলে দেন কাঞ্চন-শ্রীময়ী। খুদের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি। মাথায় মুকুট আর লাল ওড়না। সঙ্গে সোনার গয়না। মেয়ের সঙ্গে রংমিলান্তি করে শাড়ি পরেন শ্রীময়ীও। কাঞ্চন পরেছিলেন লাল সুতোর কাজের সাদা পাঞ্জাবি।
আপাতত কাজে ব্যস্ত কাঞ্চন এবং শ্রীময়ী। মেয়েকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তার দিদা। কিন্তু এহেন পরিস্থিতিতে কি ফের আয়া নিয়োগ করার সিদ্ধান্ত নেবেন তাঁরা? নিলেও কী কী সাবধানতা অবলন্বন করবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।