আজকাল ওয়েবডেস্ক: স্থানীয় সময়, গত শনিবার।  সকালে জাদুঘর খোলার সময়েই চুরির ঘটনাটি ঘটে। প্যারিসের বিখ্যাত লুভ্যর মিউজিয়ামের চুরির ঘটনায় আলোচনা শুরু হয় বিশ্বজুড়ে। তার এক সপ্তাহের মাথায় যে সিদ্ধান্তের কথা মাথায় এল, তাতে অনেকেই বলছেন, এ যেন 'চোর পালালে বুদ্ধি বাড়ে'র অবস্থা। জানা গিয়েছে মিউজিয়ামে সরক্ষিত বহুমূল্য গয়না এবার থেকে থাকবে ব্যাঙ্কের গোপন ভল্টে। 

 জানা যায়, মাত্র ৮ মিনিটে ফ্রান্সের আটটি অমূল্য মুকুট এবং রত্ন নিয়ে স্কুটারে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু অদ্ভুতভাবে জাদুঘরের সবচেয়ে বিখ্যাত রত্নগুলির মধ্যে একটি রেখে যায়। সেটি হল রিজেন্ট হিরে, যার সংযোগ রয়েছে ভারতের সঙ্গে এবং এটি অভিশপ্ত হিসেবে কুখ্যাত। প্যারিসের প্রসিকিউটর লর বেকুয়োর মতে, চুরি হওয়া রত্নগুলির মধ্যে রয়েছে মুকুট, নেকলেস এবং ব্রোচ যা একসময় ফরাসি রাজপরিবারের মালিকানাধীন ছিল। এর মূল্য ৮৮ মিলিয়ন ইউরো (১০২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকা)। 

আরও পড়ুন: মুখ রক্ষায় মরিয়া ট্রাম্প, রাশিয়া থেকে এদেশের তেল কেনা নিয়ে নিজেই যা দাবি করে বসলেন, হাসছে ভারত!

 মাত্র আট মিনিটের মধ্যে গোটা চুরি প্রক্রিয়াটি শেষ করেছিল তারা।  অবশ্যই এই চুরির ঘটনা কয়েক দশকের মধ্যে জাদুঘরে সবচেয়ে দুঃসাহসিক চুরির ঘটনাগুলির মধ্যে একটি। চুরি হওয়া রত্নগুলির মধ্যে রয়েছে নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির একটি মুক্তোর মুকুট এবং একটি হিরের বডিস ধনুক। নেপোলিয়ন একবার মারি-লুইসকে উপহার দিয়েছিলেন এমন একটি পান্নার নেকলেস এবং কানের দুল। রাণী মেরি-অ্যামেলি ডি বোর্বন এবং হল্যান্ডের রানী হর্টেন্সের পরা একটি নীলকান্তমণি সেট। এছাড়াও চুরি হয়েছে সম্রাজ্ঞী ইউজেনির রিলিকোয়ারি ব্রোচ, যা ফ্রান্সের সাম্রাজ্য যুগের সঙ্গে সম্পর্কিত একটি ঝাড়বাতির মতো হিরের টুকরো। কর্মকর্তারা জানিয়েছেন, মোট ন'টি অলংকার চুরি হয়েছে, যার মধ্যে একটি—সম্রাজ্ঞী ইউজেনির মুকুট—চোরেরা পালানোর সময় ফেলে যায়। সেটি জাদুঘরের কাছেই পড়ে ছিল এবং পরে উদ্ধার করা হয়। তবে মুকুটটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন: ইন্টারপোলের জালে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য! মার্কিন মুলুক থেকে দিল্লি বিমানবন্দরে


সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, ঘটনাস্থলের কাছে পাওয়া মুকুটটি পরীক্ষা করা হচ্ছে। জাদুঘরের ওয়েবসাইট অনুযায়ী, এই মুকুটে ১,৩৫৪টি হীরক ও ৫৬টি পান্না বসানো রয়েছে। চুরি হওয়া অন্য গয়নাগুলির মধ্যে রয়েছে একটি পান্না জোড়া কানের দুল এবং একটি ব্রোচ, যা একসময় সম্রাজ্ঞী ইউজেনির প্রিয় ছিল।  আনতর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ঘটনার পর আর রিস্ক নেয়নি মিউজিয়াম কর্তৃপক্ষ। বেশকিছু বহুমূল্যবান অলংকার স্থানান্তরিত করা হয়েছে ব্যাঙ্ক অফ ফ্রান্সে। শুক্রবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজ সম্পন্ন হয়েছে বলেছে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ ফ্রান্সের সবথেকে সুরক্ষিত ভল্ট, যা ভূ-পৃষ্ঠ থেকে ৮৫ ফুট নীচে, সেখানে রাখা হবে। ওই ভল্টেই ফ্রান্সের ৯০ শতাংশ সোনা মজুদ রয়েছে, রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির নোটবুক এবং অন্যান্য জাতীয় সম্পদ। সেসব সামগ্রীর মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন ডলার।