আজকাল ওয়েবডেস্ক: লরেন পাওয়েল, প্রয়াত অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর স্ত্রী। আধ্যাত্মিকতার টানে স্বামীর মতোই ভারতে লরেন। আমেরিকা থেকে কুম্ভে। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন, মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে তেমনটাই। কুম্ভে যাওয়ার আগে লরেন যান বারাণসী। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন লরেন, পরনে তখন ভারতীয় পোশাক। শুধু পুজো দেননি, ভারতে এসে নতুন নামকরণ হয়েছে তাঁর। কাশীতে স্বামী কৈলাসানন্দ লরেনের নতুন নাম রাখেন কমলা। তারপরেই, কাশী থেকে কুম্ভে যান লরেন। স্বাভাবিক ভাবেই লরেনের কুম্ভ পরিদর্শনের দিকে নজর ছিল প্রায় সব পক্ষের।
শনিবার রাতে তিনি ৪০ সদস্যের একটি দলের সঙ্গে শিবিরে পৌঁছন। শঙ্খধ্বনি দিয়ে রাজকীয় ভাবে তাঁকে স্বাগত জানান অন্যান্য সদস্যরা। ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়ার শিবিরে থাকেন লরেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন, প্রাথমিকভাবে জানা গিয়েছিল তেমনটাই। কুম্ভে একগুচ্ছ নিয়মকানুন পালন করবেন, কল্পবাস করবেন বলেও জানা গিয়েছিল।
সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার কুম্ভেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঠিক কী হয়েছিল তাঁর? জানা গিয়েছে, কুম্ভের দ্বিতীয় দিনেই তাঁর অ্যালার্জির সমস্যা বাড়ে ব্যাপকহারে। তারপরেও তিনি ডুব দেবেন বলেও জানা গিয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন স্বামী কৈলাশানন্দ গিরি। তিনি সর্বভারতীয় সংবাদ সংস্থায় জানিয়েছেন, ‘তিনি সঙ্গমে ডুব দেওয়ার আচারে অংশ নেবেন। আমার 'শিবিরে' বিশ্রাম নিচ্ছেন। তাঁর কিছু অ্যালার্জির সমস্যা হয়েছে। তিনি কখনও এত ভিড় জায়গায় যাননি। তিনি পুজোর সময় আমাদের সঙ্গে ছিলেন।‘
