নিজস্ব সংবাদদাতা: শাকিব খানের প্রাক্তন স্ত্রী, বাংলাদেশের অভিনেত্রী বুবলিকে চেনেন না মিমি চক্রবর্তী। 'তুফান' ছবির সাংবাদিক সম্মেলনে বুবলির নাম শুনে পরিচালক রায়হান রাফীকে মিমির প্রশ্ন 'বুবলি কে'?
বাংলাদেশের পর কলকাতায় হাজির 'তুফানি' জুটি শাকিব-মিমি। সাংবাদিক সম্মেলনে একে অপরকে নিয়ে কথা বলার পাশাপাশি 'উরা ধুরা' গানে পা মেলালেন শাকিব,মিমি। এর মাঝেই শাকিব খানকে প্রশ্ন করা হয়, মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং বুবলি কি এই ছবি দেখেছেন? শাকিব জানান, "মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ, মিষ্টি মেয়ে, একদম যেন 'দুষ্টু কোকিল'। বাংলাদেশে দর্শক 'তুফান' খুব পছন্দ করেছে। আর কে দেখেছে আমি জানিনা।"
এই প্রশ্ন করা মাত্রই মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফীকে প্রশ্ন করে বসেন, "বুবলি কে?"যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অথচ তাঁর প্রাক্তন স্ত্রীকে চেনেন না, এ কি সত্যিই হতে পারে? ভিডিও দেখার পর প্রশ্ন তুলছেন বহু নেটিজেনরা। অনেকের মতে, বুবলিকে না চেনাই উচিত, সে এমন কেউ না যে তাঁকে চিনতে হবে। তবে সত্যি কি ঢালিউডের সুপারস্টার এর ব্যাপারে বিন্দু বিসর্গ জানেন না মিমি? এই প্রশ্ন থেকেই যায়।
বাংলাদেশ সহ বিদেশে প্রথম দিন থেকেই হাউস ফুল 'তুফান'। তবে কলকাতায় 'তুফান' দর্শক কতটা পছন্দ করেন এখন সেটাই দেখার। এই ধরনের মেইনস্ট্রিম ছবি দর্শককে হলমুখী করতে পারে, এমনটাই মনে করেন দুই বাংলার প্রযোজকেরা। তাই 'তুফান ২'- এর ঘোষণাও হয়তো খুব শীঘ্রই হতে চলেছে। এমনটাই ইঙ্গিত দিলেন পরিচালক।
বাংলাদেশের পর কলকাতায় হাজির 'তুফানি' জুটি শাকিব-মিমি। সাংবাদিক সম্মেলনে একে অপরকে নিয়ে কথা বলার পাশাপাশি 'উরা ধুরা' গানে পা মেলালেন শাকিব,মিমি। এর মাঝেই শাকিব খানকে প্রশ্ন করা হয়, মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং বুবলি কি এই ছবি দেখেছেন? শাকিব জানান, "মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ, মিষ্টি মেয়ে, একদম যেন 'দুষ্টু কোকিল'। বাংলাদেশে দর্শক 'তুফান' খুব পছন্দ করেছে। আর কে দেখেছে আমি জানিনা।"
এই প্রশ্ন করা মাত্রই মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফীকে প্রশ্ন করে বসেন, "বুবলি কে?"যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অথচ তাঁর প্রাক্তন স্ত্রীকে চেনেন না, এ কি সত্যিই হতে পারে? ভিডিও দেখার পর প্রশ্ন তুলছেন বহু নেটিজেনরা। অনেকের মতে, বুবলিকে না চেনাই উচিত, সে এমন কেউ না যে তাঁকে চিনতে হবে। তবে সত্যি কি ঢালিউডের সুপারস্টার এর ব্যাপারে বিন্দু বিসর্গ জানেন না মিমি? এই প্রশ্ন থেকেই যায়।
বাংলাদেশ সহ বিদেশে প্রথম দিন থেকেই হাউস ফুল 'তুফান'। তবে কলকাতায় 'তুফান' দর্শক কতটা পছন্দ করেন এখন সেটাই দেখার। এই ধরনের মেইনস্ট্রিম ছবি দর্শককে হলমুখী করতে পারে, এমনটাই মনে করেন দুই বাংলার প্রযোজকেরা। তাই 'তুফান ২'- এর ঘোষণাও হয়তো খুব শীঘ্রই হতে চলেছে। এমনটাই ইঙ্গিত দিলেন পরিচালক।
