আজকাল ওয়েবডেস্ক: ফের বিমান দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানবন্দরেই এক বিমানের সঙ্গে ধাক্কা আর এক বিমানের। ঘটনায় ভয়াবহ পরিস্থিতি। মুহূর্তে অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।

যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনা ভয়াবহ হলেও, প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ওই বিমানবন্দরের কুণ্ডলীকৃত ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পোরেছে সমাজমাধ্যমে। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

আরও পড়ুন: সাগরে কালই ফের তৈরি হবে নিম্নচাপ! মঙ্গলে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, লাল সতর্কতা

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর,  সোমবার মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে একটি ছোট বিমান অপর একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য, Socata TBM 700 টার্বোপ্রপ বিমান অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। যদিও দাঁড়িয়ে থাকা ওই বিমানে কোনও যাত্রী ছিল না বলে জানা গিয়েছে।  ছোট ওই বিমানে, তিনজন যাত্রী এবং চালক ছিলেন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কোনওভাবে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন তাঁরা। 

 

?ref_src=twsrc%5Etfw">August 11, 2025

এনবিসি মন্টানার এক প্রতিবেদনে ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে, সোমবার বিকেলে মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় একটি ছোট বিমান আচমকা ভেঙে পড়ে হয়। ফ্ল্যাটহেড কাউন্টি শেরিফ ব্রায়ান হেইনো নিশ্চিত করেছেন, দুপুর নাগাদ ওই ভয়াবহ দুর্ঘটোনা ঘটে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে জরুরি প্রতিক্রিয়াশীলরা আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে।

 

ক্যালিস্পেলের অগ্নিনির্বাপক প্রধান জে হ্যাগেন বলেন, সংঘর্ষের ফলে আগুন লেগে যায় এবং নিভে যাওয়ার আগে কাছাকাছি একটি ঘাসযুক্ত এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: এক সময় ছিল শুধুই মরুভূমি, এখন বিশ্বের অন্যতম ধনী দেশ, এই মুসলিম রাষ্ট্রের জনসংখ্যার ২৫%  ভারতীয়...

তিনি আরও জানিয়েছেন, ঘটনাপ্রসঙ্গে  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি দক্ষিণ দিক থেকে এগিয়ে এসে রানওয়ের শেষে দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর অন্য একটি বিমানের সাথে ধাক্কা খায়। কেউ কেউ জানিয়েছেন, আচমকা বিকট শব্দ পেয়েছলেন। কেউ কেউ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন। তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে। 

 

?ref_src=twsrc%5Etfw">August 11, 2025

ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রায়ান জিঙ্ক। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পোস্টে তিনি লিখেছেন, 'ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পর, আমার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। আমরা যতদূর জানি, কেউ আহত হয়নি। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা মোকাবিলায় আমরা স্থানীয় কর্তৃপক্ষ এবং বিমানবন্দরকে যথাসাধ্য সাহায্য করব।'