আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। চলছে ছট পুজো। স্বাভাবিক ভাবেই এই পুজোর শেষে ব্যাপক ভিড় হয়। ছট পুজোর আগে এর মধ্যেই আসানসোল থেকে অতিরিক্ত ট্রেন চালানো হয়েছিল। যাতে ভিন রাজ্যের বাসিন্দাদের ঘরে ফিরতে সুবিধে হয়। এবার ছট পুজোর শেষে, ‘রিটার্ন রাশ’ সামলাতে ৫০০-এর বেশি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল।
রেলওয়ে বোর্ড বুধবার জানিয়েছে, ছট পুজো শেষ হওয়ার পর, অর্থাৎ ৮ তারিখ থেকেই, ঘর থেকে কাজে ফেরার জন্য, যাতায়াতের জন্য সাধারণ মানুষদের সুবিধার্থে চালানো হবে স্পেশাল ট্রেন। ইতিমধ্যে সেকথা ঘোষণা করা হয়েছে। স্থানীয়দের চাহিদা মেটাতে সমস্তিপুর, দানাপুর-সহ অন্যান্য ডিভিশন থেকে স্পেশাল ট্রেন চালানো হবে।
ছট পুজোর মধ্যেও সামাল দিতে হবে পরিস্থিতি। শুক্রবার সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে চলবে ১৬৪টি বিশেষ ট্রেন। ৯ নভেম্বর রেল ১৬০টি, ১০ নভেম্বর ১৬১টি এবং ১১ নভেম্বর ১৫৫টি স্পেশাল ট্রেন চালাবে।
উৎসবের মরশুমে ৪ নভেম্বর রেকর্ড সংখ্যক যাত্রী পরিষেবা দিয়েছে ভারতীয় রেল। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ওইদিনে ১২০.৭২ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেছেন। হিসেব বলছে, একদিনে ভারতীয় রেলে যে পরিমাণ মানুষ যাতায়াত করেছেন, সেই সংখ্যা অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জনসংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে।
