আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা পেসার যশ দয়ালের বিরুদ্ধে উঠল ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ। জানা গিয়েছে, জয়পুরের সাঙ্গানের থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত প্রায় দু’বছর ধরে নির্যাতিতাকে ধর্ষণ করছেন দয়াল। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, নির্যাতিতাকে টানা ব্ল্যাকমেল করে গিয়েছেন তিনি। এমনকি, ক্রিকেটে কেরিয়ার গড়ে দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন নির্যাতিতাকে। এমন অভিযোগও উঠে এসেছে।

এফআইআর অনুযায়ী, নাবালিকা থাকাকালীন মাত্র ১৭ বছর বয়সে যশ দয়ালের প্রথম পরিচয় হয় তরুণীর। জয়পুরে আইপিএলের ম্যাচ চলাকালীন প্রথম আলাপ হয় দয়ালের সঙ্গে। অভিযোগ, কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই সময় ওই নাবালিকাকে সীতাপুরার এক হোটেলে ডাকেন যশ দয়াল। সেখানে ওই তরুণীর ওপর যৌন নির্যাতন চালান তিনি বলে অভিযোগ উঠেছে। তরুণীর দাবি, এইভাবে প্রায় দু’বছর ধরে তাঁর ওপর অত্যাচার চালিয়েছেন দয়াল। যেহেতু, যখন ঘটনার সূত্রপাত সেই সময় তরুণী নাবালিকা ছিলেন সে কারণে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে যশ দয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: এক চা-ওয়ালা থেকে অন্যজন, চা খেতে গিয়ে প্রধানমন্ত্রী মোদিকে যা যা শুনতে হল, খবর ছড়াতেই লন্ডন হল লন্ডভন্ড

গাজিয়াবাদের বাসিন্দা এক মহিলা আরসিবির বোলারের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। ইন্দিরাপুরম থানায় দয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। পরে, মুখ্যমন্ত্রীর গ্রিভিয়েন্স পোর্টালে অভিযোগ ফাইল করা হয়। ওই অভিযোগ অনুযায়ী, মহিলার সঙ্গে দয়ালের পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল। সেই সময়ের মধ্যে দয়াল ওই মহিলাকে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক ভাবে অত্যাচার করেন। এমনকি, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে নানাভাবে অত্যাচার চালান। ওই মহিলা জানান, দয়াল তাঁকে নিজের পরিবারের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। এমন ভাব করতেন, যেন তাঁদের বিয়ে হয়ে গিয়েছে।

আরসিবি পেসারের এই আচরণে মহিলা দয়ালকে বিশ্বাস করতে শুরু করেন। কিন্তু পরে ভাবগতিক দেখে সন্দেহ হয় মহিলার। অভিযোগ, দয়ালকে প্রশ্ন করতেই ধীরে ধীরে অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন দয়ালও। তিনি প্রয়াগরাজ থানায় অভিযোগ দায়ের করে দাবি করেন, ওই মহিলা তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। মহিলার সঙ্গে তাঁর ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল। পরে, ওই মহিলা তাঁকে বিবাহের জন্য চাপ দেন। পরে, এলাহাবাদ হাইকোর্ট দয়ালের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দেয়। তারপর আইপিএল খেলে দয়াল আরসিবির হয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন। কিন্তু আইপিএল শেষ হতেই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। সামনেই ঘরোয়া মরশুম শুরু হচ্ছে। তারকা বোলারের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসায় তাঁর ভবিষ্যৎ কী হবে সেটা এখনও অজানা।