আজকাল ওয়েবডেস্ক: একদিকে এনডিএ শিবির। অন্যদিকে মহাগঠবন্ধন। এনডিএ'র রাস্তা বিহারে মসৃণ, নাকি গঠবন্ধনের? আলোচনা তা নিয়ে বিস্তর। তার মাঝেই আলোচনা দু'দিকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। এনডিএ এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি।
অন্যদিকে মহাগঠবন্ধনের মাঝে বিবাদ চলছিল, কাকে সমর্থন করা হবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তা নিয়ে। আসন রফা নিয়েও স্পষ্ট হচ্ছিল মতবিরোধ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নামে সম্মতি ছিল না হাত শিবিরের। তবে বৃহস্পতিবার জানা গেল, সমস্ত দ্বন্দ্ব সরিয়ে বিহারে কংগ্রেস-নিযুক্ত পর্যবেক্ষক ঘোষণা করলেন দলের সিদ্ধান্ত।
এদিন অশোক গেহলট ঘোষণা করেন, 'আমাদের নেতা তেজস্বী যাদব।' বিহার ভোটে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার পরেই তিনি এনডিএ শিবিরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, কেন পছন্দ তেজস্বী। বিহার ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ এবং তরুণ তুর্কি হওয়ার কারণে তেজস্বীর নামের পাশেই জোট শরিকরা সম্মতি জানিয়েছেন, তেমনটাই জানিয়েছেন গেহলট। অন্যদিকে, এদিনের সাংবাদিক বৈঠক থেকেই ঘোষণা করা হয়, বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি হচ্ছেন বিরোধী জোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
আরও পড়ুন: ভাইফোঁটার আকাশে কালো মেঘ, ভাই-বোনের অটুট বন্ধনে বাদ সাধলো 'মিষ্টি': ছানার জ্বরে রেকর্ড গড়ল দাম!
অন্যদিকে সাংবাদিক সম্মেলন করে জোট শরিকদের ধন্যবাদ জানিয়েছেন খোদ তেজস্বী। তেজস্বী প্রসঙ্গে উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ধাক্কা খেয়েছে আরজেডি নেতৃত্ব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত 'ল্যান্ড ফর জবস' ও 'আইআরসিটিসি দুর্নীতি' মামলায় রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো ও প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিহার নির্বাচনের আগে লালু পরিবারের রাজনৈতিক পরিস্থিতি আরও টালমাটাল উঠল বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা), ১২০বি (ষড়যন্ত্র) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৩(২) ও ১৩(১)(ডি) ধারায় চার্জ গঠন করেছে। শেষ দু'টি ধারা শুধুমাত্র লালু যাদবের ক্ষেত্রে প্রযোজ্য।
তার মাঝেই চলছিল ভোট-বিবাদ। মহাজোটের মধ্যে উত্তেজনা প্রশমনে কংগ্রেস হাইকমান্ড সিনিয়র দলীয় নেতা অশোক গেহলটকে পাটনায় পাঠানোর একদিনের মাথায় এল সমঝোতার সিদ্ধান্ত। কিছু বিধানসভা আসন নিয়ে "বন্ধুত্বপূর্ণ লড়াই" ইস্যুতে জোট শরিকদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদের খবরের মধ্যে গেহলট পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে তাঁদের বাসভবনে দেখা করেন। তারপরেই বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম।
সাংবাদিক সম্মেলনে তেজস্বী সকল জোট শরিকদের ধন্যবাদ জানান এবং বলেন যে মহাজোটবন্ধন বিহার পুনর্গঠনে একসঙ্গে কাজ করবে। এনডিএকে কটাক্ষ করতেও ছাড়েননি। এদিন তিনি বলেন, 'নীতীশ কুমার অবিচারের মুখোমুখি হচ্ছেন। নীতীশ কুমার এনডিএ-র মুখ্যমন্ত্রী পদের মুখ বলে কোনও ঘোষণা করা হয়নি। আমরা অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই, আপনি প্রতিটি নির্বাচনের আগে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদের মুখ হিসাবে ঘোষণা করেছিলেন, এবার কেন নয়? এটি নীতীশ কুমারের শেষ নির্বাচন। অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন।'
