আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান, ইরান-ইজরায়েল, একের পর এক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েকমাসে। মধ্য প্রাচ্য কিছুটা শান্ত হওয়ার মাঝেই ফের নতুন করে সংঘর্ষ। সীমান্ত নিয়ে বিরোধ থাইল্যান্ড-কম্বোডিয়ার। 

বৃহস্পতিবার সকালেই জানা যায়, থাইল্যান্ড কম্বোডিয়ায় রকেট ও কামান নিক্ষেপ করে, সেখানকার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ঠিক তার কয়েকঘণ্টার মধ্যেই পালটা হামলা কম্বোডিয়ার। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার থাইল্যান্ডের ফানম ডং রাক হাসপাতালে আক্রমণ চালিয়েছে কম্বোডিয়া। থাই-কম্বোডিয়ান সীমান্তের কাছে অবস্থিত ফানম ডং রাক হাসপাতালে বিমান হামলার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও, হাসপাতালের বাইরের হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, হামলার ঘটনার পরেই, সাধারণের স্বার্থে ওই হাসপাতাল খালি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হাসপাতাল কমপ্লেক্সের বাইরে রকেট পড়তে দেখা গিয়েছে হামলা পরবর্তী অবস্থায়, এবং থাই সেনাবাহিনীকে মাটিতে আশ্রয় নিতেও দেখা গিয়েছে। নেশন থাইল্যান্ডের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী নারুমন পিনোসিনওয়াত সংঘর্ষের পর ফানম ডং রাক জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: সীমান্ত নিয়ে বিরোধ, কম্বোডিয়ার সেনা ছাউনি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক থাইল্যান্ডের... 

কেবল ওই একই জায়গায় হামলা নয়, আরও একাধিক জায়গায় হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনা। থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সিসাকেট প্রদেশের একটি পেট্রোল স্টেশনের কাছে রকেট হামলায় বেশিরভাগ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।


এই ঘটনার আগে, বৃহস্পতিবার থাইল্যান্ড এয়ার স্ট্রাইক চালিয়েছে কম্বোডিয়ার অন্তত দুটি সেনা ছাউনিতে। থাইল্যান্ড সেনার তরফেই এই খবর নিশ্চিত করা হয়েছে।
 
 

থাই সেনাবাহিনীর তরফে রিচা সুকসুওয়ানন জানিয়েছেন, ৬টি যুদ্ধবিমান উবন র‌্যাচাথানি প্রদেশ থেকে রওনা দিয়ে নিজ নিজ লক্ষ্যে এয়ার স্ট্রাইক চালিয়েছে। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের। তার জেরেই এই এয়ার স্ট্রাইক বলে মনে করা হচ্ছে। এয়ার স্ট্রাইকে এখনও অবধি এক জন কম্বোডিয়ার নাগরিক মারা গেছেন বলে জানা গেছে। 

?ref_src=twsrc%5Etfw">July 24, 2025


এর আগে, ১৬ জুলাই সিরিয়ার উপর হামলা চালায় ইজরায়েল। আইডিএফ স্বীকার করে নেয় হামলার বিষয়টি। হামলার সময়ের এবং পরবর্তী বেশকিছু মুহূর্তের ভিডিও সামনে এসেছিল সেদিনই। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, একটি ভিডিওতে দেখা গিয়েছে, একজন সংবাদ উপস্থাপিকা তখন খবর পড়ছিলেন স্টুডিওতে। হামলার বিকট শব্দে প্রাণ বাঁচাতে তিনি ছুটে পালাচ্ছেন প্রাণ বাঁচাতে।


ভিডিওতে সাফ দেখা গিয়েছে, উপস্থাপিকা খবর পড়ছিলেন। দেশবাসীর সামনে তুলে ধরছিলেন ইজরায়েলের হামলার খবর। ঠিক সেই সময়েই আচমকা বিস্ফোরণ ঘটে নিকটবর্তী স্থানে। ভিডিওতে দেখা গিয়েছে, উপস্থাপিকার ঠিক পিছনে থাকা কাঁচের দেওয়ালের বাইরে বিরাট শব্দ। আতঙ্কে মুহূর্তে খবর পাঠের মাঝেই চেয়ার ছেড়ে চলে যান তিনি দৌরে। আতঙ্ক-ভয় মুহূর্তে ফুটে উঠে তাঁর চোখে মুখে।  ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নিজেও সেই ভিডিও শেয়ার করেছেন। হুঁশিয়ারি দিয়েছেন আরও বড় হামলার। 


দক্ষিণ সিরিয়ায় সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে রবিবার রাত থেকেই সংঘর্ষ পরিস্থিতি। তার মাঝেই সুন্নি ইসলামপন্থী জঙ্গিবাহিনীর উপর সোমবার বিমান হামলা চালায় ইজরায়েল। এর আগেও সিরিয়ায় হামলা চালিয়েছিল ইজরায়েল। হামলার কারণ হিসেবে জানানো হয়েছিল দ্রুজদের রক্ষা করার জন্যই এই হামলা। তার মাসখানেকের মাথায় ফের সিরিয়ায় হামলা চালায় ইজরায়েল।