নিজস্ব সংবাদদাতা: সুজিত রিনো দত্ত পরিচালিত 'খাদান' ছবিতে অভিনেতা যীশু সেনগুপ্তর প্রথম ঝলক প্রকাশ্যে। এর আগে এই ছবির মোশন পোস্টারে তাঁকে দেখা গেলেও ছবিতে কেমন লুকে ধরা দেবেন তিনি তা নিয়ে কৌতূহল ছিল দর্শক মহলে।

'খাদান'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যীশু। যদিও সেই চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি প্রযোজনা সংস্থা বা পরিচালক। এর আগে ছবির মোশন পোস্টারে সাদা ধুতি পাঞ্জাবি পড়ে গলায় শ্রীখোল ঝোলানো অবস্থায় দেখা গিয়েছে অভিনেতাকে।

ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। যীশু সেনগুপ্ত কে কি তাহলে দুইসময়েই দেখা যাবে এই ছবিতে? সেই কারণেই বর্তমান সময় হয়তো একটু বয়সের ছাপ দেখানো হচ্ছে অভিনেতার লুকে। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ 'খাদান' টিম।

প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা রাজা দত্ত এবং জন ভট্টাচার্যকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরখা বিস্ত ও ইধিকা পাল।