উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন। এই বছর হইচই-এর উৎসবের বিশেষ লাইন-আপে থাকছে জনপ্রিয় সিরিজের সমাপ্তি, তারকাদের প্রত্যাবর্তন আর নতুন নির্মাতাদের তাজা গল্পের ঝুলি। ফলে এ আয়োজন হতে চলেছে একেবারে সাংস্কৃতিক ভোজ।

 


ভৌতিক ঘরানা পছন্দ করেন যে দর্শকরা, তাঁদের জন্য থাকছে জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজ 'নিশির ডাক', যার শিহরণ জাগানো কাহিনি দর্শকদের একেবারে আসন থেকে নড়তে দেবে না। এর মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে। এছাড়াও থাকবেন রৌণক দে ভৌমিক, শ্বেতা তিওয়ারি ও অরুণাভ দে। 

 


গোয়েন্দা গল্পের সঙ্গে অনেকদিন হল ভাব জমিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।‌ পর পর কয়েকবার 'একেন বাবু'র ওটিটি থেকে বড়পর্দা যাত্রা তাঁর হাত ধরেই। জয়দীপ ফ্রেমে বারবার বিভিন্নভাবে ধরা দিয়েছে রহস্য। তবে এবার চেনা ছক ভাঙতে চলেছেন পরিচালক। 

 

আরও পড়ুন: 'রক্তবীজ ৩' নাকি 'লাঠি ২'? ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কোন ছবির ইঙ্গিত দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়?

 

এবার ভৌতিক ঘরানার গল্পে হাত পাকাতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়।‌ তবে বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? বা, উদ্ধার হতে পারবে কিনা, সেই নিয়েই এগোবে গল্প। 

 


ভৌতিক ঘরানার সিরিজ এর আগেও হয়েছে। তবে জানা যাচ্ছে, জয়দীপের পরিচালনায় এই সিরিজ শুরু অতিপ্রাকৃতিক গল্প বলবে না, বলবে বন্ধুত্বের গল্পও। সব মিলিয়ে এবার জয়দীপের জমাটি আয়োজন। গল্পের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী সৃজা দত্ত। তাঁকে এতদিন দর্শক বড়পর্দায় দেখেছেন। প্রথম ছবিতেই দেবের বিপরীতে নজর কেড়েছিলেন তিনি। 'বাঘাযতীন'-এর মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন তিনি। এরপরের কাজ সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। 'টেক্কা' ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সৃজা। এই প্রথমবার ওটিটির পর্দায় দর্শক দেখবেন তাঁকে। ভৌতিক ঘরানার সিরিজে কাজ নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রীও।


আজকাল ডট ইন-কে সৃজা বলেন, "মারাত্মক অভিজ্ঞতা। জয়দীপদার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তথাকথিতভাবে আমি এখনও ইন্ডাস্ট্রিতে নতুন। আমায় দিয়ে এত সুন্দরভাবে এই কাজটা যে করিয়েছেন, তার জন্য সত্যিই কৃতজ্ঞ। জয়দীপদার সঙ্গে কাজ করতে গিয়ে অনেককিছু শিখেছি। টেকনিক্যাল দিকটা বড্ড ভাল করে বুঝিয়ে দেন। অসম্ভব ধৈর্য! এক কথায় বলতে গেলে এই সিরিজটা আমার প্রাপ্তি।"


সৃজার কথায়, "পড়াশোনার জন্য বেশ কিছুদিন বিরতি নিয়েছিলাম। কিন্তু এই সিরিজের প্রস্তাব যখন এল, তখন ভাবলাম এটা আমায় করতেই হবে। এই কাজটা করে মনে হয়েছে হ্যাঁ, এটা আমার সিরিজ। জোর গলায় এই কথাটা বলতে পারছি, কারণ আমার চরিত্রটা যেভাবে সাজিয়েছেন জয়দীপদা সেটা দর্শক না দেখলে বুঝতেই পারবেন না। এছাড়াও সুরঙ্গনাদি, অরুণাভদা, শ্বেতাদির সঙ্গে প্রথম কাজ আমার। প্রত্যেকে খুব সার্পোটিভ। তাই কাজটা খুব মন দিয়ে করতে পেরেছি। এখনও জানি না কবে মুক্তি পাচ্ছে এই সিরিজটি। তবে আমিও দর্শকের মতোই হইচই-এর পর্দায় এই সিরিজ দেখার জন্য অপেক্ষায় আছি।"