নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা ধরে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। 'অপু-আর্য'র কেমিস্ট্রি মন কাড়ছে দর্শকের। কিন্তু এবার তাদের মধ্যে আসবে দূরত্ব!

 


'চিরদিনই তুমি যে আমার'-এর নতুন প্রোমোতে দেখা যাচ্ছে অপুর মনে সন্দেহ জাগবে যে আর্য আসলে বিবাহিত! এদিকে, অপুর মা তাকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব দিয়ে বসবে আর্যকেই। ফলে, দু'জনের মনের কথা আর প্রকাশ পাবে না।

 


নতুন প্রোমোয় দেখা যাচ্ছে যে, আর্য এসে অপুকে ডাকে নিজের কেবিনে। অপু মনে মনে ভাবে, আজই বুঝি আর্য তাকে ভালবাসার কথা জানিয়ে দেবে। কিন্তু দেখা যায়, সেই সময়ই আসে অপুর মায়ের ফোন। সে আর্যকে অনুরোধ করে যাতে, অপুকে সে রাজি করায় সন্তুকে বিয়ে করার জন্য।

 


আর্য এরপরই অপুর কাছে প্রশ্ন রাখে, "জীবনসঙ্গী হিসাবে কেমন ছেলে পছন্দ তোমার?" তাতে অপর্ণা লাজুক হেসে জবাব দেবে, "যাকে দেখলে মনে হবে, ভালবাসার জন্য সে সব ঝড় সামলাতে পারে…।" এরপর যখন কিছু বলতে যাবে আর্য, তখনই আর্যর কাকা এসে জানায়, মিসেস সিংহ রায় খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই শুনে ছুটে বেরিয়ে যায় আর্য।

 


অপর্ণার মনে সন্দেহ জাগে, তবে কি আর্য বিবাহিত? তবে ‘মিসেস সিংহ রায়’ আর্যর স্ত্রী নন, আর্যর মা। এই চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের।