আজকাল ওয়েবডেস্ক: এ যেন এক অপেক্ষার অবসান। আর সেই অবসান শেষে এখন বিশ্বের চোখ প্যারিস অলিম্পিকের দিকে। নজর পদক এবং পদকজয়ীদের দিকে। তবে তার আগে, অলিম্পিকের বেশকিছু রীতি রেওয়াজ আপনার চোখে পড়েছে কি? এই যেমন, জানেন কি কেন পদকজয়ীরা কামড় বসান পদকে?


তথ্য বলছে, আগেকার দিনে স্বর্ণপদক জয়ীরা খাঁটি সোনার স্বাদ চেখে দেখার জন্যই নাকি পদক কামড়ে দেখে নিতেন। এর পিছনের কারণ জানেন? কারণ, খাঁটি সোনায় কামড় দিলে তাতে দাঁতের ছাপ থাকতে বাধ্য। অর্থাৎ দাঁতের ছাপ পড়লেই বোঝা যেত, সোনা খাঁটি।

যদিও একটা সময় পর থেকে খাঁটি সোনার পদক আর দেওয়া হয় না। ১৯১২ সাল থেকে তুলনমূলকভাবে কম মূল্যবান উপকরণ দিয়ে পদক তৈরির পর, উপরে কেবল সোনার কোট দেওয়া হয়। তবে পদক খাঁটি সোনার না হলেও, পদকজয়ের পর তাতে কামড় বসানো যেন রীতি হিসেব রয়ে গিয়েছে। আজও পদক জয়ের পর তাতে কামড় বসান বিজয়ীরা। এই রীতি ক্রীড়াবিদদের বছরের পর বছরের কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের প্রতীক হয়ে রয়ে গিয়েছে।

অনেকেই ক্যামেরায় এই মুহূর্ত বন্দী করে রাখতে চান। ঝলমলে হাসিখুশি মুখে, পদকে কামড় বসিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজয়ীরা, এই মুহূর্তবন্দী হয় সারাজীবনের জন্য।

উল্লেখ্য, এবার প্যারিস অলিম্পিকে থাকবে নতুনত্ব। অর্থাৎ যা আগে কখনও হয়নি। কী সেটা? জানা গিয়েছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার তৈরি হয়েছে যে লোহা দিয়ে, তার ছাপ থাকছে প্যারিস অলিম্পিকের পদকে। অর্থাৎ মনুমেন্ট ব্যবহার করা হবে পদকে। প্রতিটি পদকে ১৮ গ্রাম করে আইফেল টাওয়ারে ব্যবহৃত লোহা থাকবে। এবছর অলিম্পিকের জন্য প্রায় ৫ হাজার পদক তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।