আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর সতীশ এস। মার্চের শেষের দিক থেকেই একপ্রকার চর্চায় তিনি। সোশ্যাল মিডিয়ায় জানান, পোষ্য-প্রিয় সতীশ নাকি কিনেছেন উলফ-ডগ, বাংলায় বললে নেকড়ে কুকুর। আর তার দাম ৫০ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি কুকুর তাঁর পোষ্য, নেট পাড়ায় এই খবর ছড়িয়ে রীতিমতো হইচই ফেলে দেন।

জানা যায়, বিরল প্রজাতির উলফ-ডগ ক্যাডাবম্ব ওকামি কিনেছেন তিনি। পোষ্য-প্রিয় সতীশ সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন বহুদিন ধরেই শখ ছিল, বিশ্বের সবচেয়ে দামি কুকুর কিনবেন তিনি। শতাধিক কুকুর থাকলেও, ছিল না নেকড়ে কুকুর। সেই কারণেই ফেব্রুয়ারিতে ককেশিয়ান শেপার্ড এবং বন্য নেকড়ের মিশ্র উলফ-ডগ কেনেন। সেইসময় নেটপাড়া, সংবাদ মাধ্যম সর্বত্র চর্চিত হয় ৫০ কোটির সারমেয়-কাহিনি।


এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও, বিপাকে আপাতত সতীশ। নেটপাড়ায় হইচইয়ের পরেই তাঁর ঘরে পৌঁছয় ইডি। জানা গিয়েছে, ইডি মূলত  ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের তদন্তে নামে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর কাছে ক্যাডাবম্ব ওকামি, অর্থাৎ ওই বিশেষ ব্রিডের নেকড়ে-কুকুর কেনার কোনও ‘ডকুমেন্ট’ পাওয়াই যায়নি। সঙ্গেই জানা গিয়েছে, সতীশ তদন্তকারীদের জেরার মুখে জানিয়েছেন, ওই সারমেয় তাঁর নয়, তিনি কেবল পোজ দিয়ে ছবি তুলেছেন। সূত্রের খবর, ছবিতে থাকা সারমেয় অন্য একজন ব্যক্তির মালিকানাধীন এবং তার মূল্য ৫০ কোটি নয়। ইডি তদন্তে এই বিপুল অঙ্কের লেনদেনের কোনও নথিও পায়নি।

উল্লেখ্য, সতীশ জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে আমেরিকার একটি নিলামে কুকুরটিকে কিনেছেন তিনি। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান।