আজকাল ওয়েবডেস্ক: ছক্কা মারতে গিয়ে বেঘোরে চলে গেল প্রাণ। ক্রিকেট মাঠ কেড়ে নিল একটা তাজা প্রাণ। 

পাঞ্জাবের ফিরোজপুরের ঘটনা। ছড়িয়ে পড়া ভিডিও দেখলে আতঙ্কিত হতে হবে।  

ডিএভি স্কুলের মাঠে খেলছিলেন হরজিৎ সিং। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, বিশাল এক ছক্কা হাঁকিয়ে পিচের মাঝখানে চলে যান হরজিৎ। আচমকাই বসে পড়েন। কিছুক্ষণ ওভাবে বসে থাকার পরে মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ। 

আচম্বিতে হওয়া এই ঘটনা প্রথমটায় কেউই বুঝতে পারেননি। মুখের ভিতরে মুখ দিয়ে কৃত্রিম ভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে প্রাণ পাখিই যে উড়ে গিয়েছে।

কথায় বলে, জীবন যেন পদ্মপাতায় জল। পদ্মপাতা নড়ে উঠলে জলও ছলকে পড়ে যায়। মানুষের জীবনও তেমনই। এই আছে, এই নেই। একটা ছক্কা যে এভাবে কেড়ে নেবে প্রাণ তা কি কেউ আগে ভেবেছিলেন!  

 

?ref_src=twsrc%5Etfw">June 29, 2025