আজকাল ওয়েবডেস্ক: এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির বন্ধুত্বের কথা সবারই জানা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ে দুই বন্ধুর রসায়ন জমে ওঠে।
এহেন ডি ভিলিয়ার্সকে সেরা পাঁচ ক্রিকেটারের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। শর্ত একটাই, এই পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে কোনও না কোনও সময়ে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা সেরা পাঁচের একটা তালিকা তৈরি করলেন। কিন্তু সেই তালিকায় জায়গা পেলেন না কোহলি। কলঙ্কিত এক পাকিস্তানি বোলার এবিডি-র তালিকায় থাকলেও কোহলি নেই, এটা ভক্তদের চমকে দিয়েছে।
আরও পড়ুন: ফের চোটের কবলে সামি, জাতীয় দলে ফেরা ক্রমশই কঠিন হচ্ছে বঙ্গপেসারের ...
এবি ডিভিলিয়ার্সের তালিকায় কারা রয়েছেন? জাক ক্যালিস, অ্যান্ড্রু ফ্লিনটফ, মহম্মদ আসিফ, শেন ওয়ার্ন ও শচীন তেণ্ডুলকর--এই পাঁচজন রয়েছেন ডিভিলিয়ার্সের তালিকায়।
প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, ''কালিস, ফ্লিনটফ, মহম্মদ আসিফ, ওয়ার্ন এবং শচীনকে পছন্দ দর্শকদের। ব্যাট করতে নামার সময়ে শচীনকে যেভাবে স্বাগত জানানো হত...সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যেত। শচীনকে ব্যাট করতে দেখা দারুণ ব্যাপার। বিরাট দুঃখিত...শচীনকেই রাখতে বাধ্য হলাম।'' শচীন ও বিরাট দুই সময়ের ক্রিকেটার হলেও তুলনা আসে সব সময়ে। ডিভিলিয়ার্সের কাছেও এই প্রশ্নের জবাব দেওয়া ছিল কঠিন ব্যাপার। বিরাট ও শচীনের মধ্যে কাকে তালিকায় রাখবেন তা স্থির করতে নিশ্চয় অনেকটা সময় অতিবাহিত করতে হয়েছে ডিভিলিয়ার্সকে। তবে তিনি না বললেও শচীন ও কোহলি দু'জনেই ম্যাচ উইনার। ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করে, লাল বলর ফরম্যাটে শচীন সেরা। কিন্তু সাদা বলের ফরম্যাটে বিরাট কোহলি এগিয়ে। ডিভিলিয়ার্স অবশ্য মনে করেছেন শচীনই এগিয়ে। সেই কারণে তিনি মাস্টার ব্লাস্টারের নাম উল্লেখ করেছেন।
ডিভিলিয়ার্স বলেছেন, তাঁর মতে জাক ক্যালিসই সেরা ক্রিকেটার। এবি বলছেন, ''কালিস সেরা অলরাউন্ডার, সম্ভবত সর্বকালের সেরা ক্রিকেটার।''
পাকিস্তানের কলঙ্কিত পেসার মহম্মদ আসিফকে বিপজ্জনক বোলার হিসেবে উল্লেখ করেছেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, ''আসিফ আমার দেখা সেরা পেসার। ওয়ার্নের বিরুদ্ধে খেলতে আমি ভালবাসতাম। তবে সমস্যায় পড়িনি। সামগ্রিক ভাবে ওয়ার্ন আমার খুব পছন্দের। ফ্লপি টুপি, জিঙ্ক ক্রিম এবং সোনালী চুল।''
অ্যান্ড্রু ফ্লিনটফের কথা আলাদা করে উল্লেখ করেছেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, ''অ্যান্ড্রু ফ্লিনটফ বড় ম্যাচে জ্বলে ওঠে। এজবাস্টনে কালিসকে দেওয়া ইয়র্কার আমার দেখা সেরা।''
শচীন ক্রিকেট ঈশ্বর। তিনি ব্যাট করতে নামলে গোটা দেশে নেমে আসত অঘোষিত কার্ফু।
শচীন অস্তাচলে গিয়েছেন বেশ কয়েকবছর হয়ে গেল। দেশের ক্রিকেটে শচীনের জায়গা নিয়েছেন কোহলি। তিনি একালের সুপারস্টার। এবিডি-র খুব ভাল বন্ধুও বটে। কিন্তু সেরা পাঁচের তালিকা তৈরি করতে বসে ডিভিলিয়ার্স রাখলেন না প্রিয় বন্ধু কোহলিকে।
একসময়ে শচীনের একশোটি সেঞ্চুরির রেকর্ড ভাঙার দৌড়ে ছিলেন বিরাট। কিন্তু তিনি অনেকটাই পিছিয়ে গিয়েছেন। ঈশ্বর ছোঁয়া আর সম্ভব নয় কোহলির। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট। টেস্ট ফরম্যাট থেকেও তিনি সরে গিয়েছেন। হাতে রয়েছে কেবল ওয়ানডে ফরম্যাট। কিন্তু বিরাট কোহলি কতদিন খেলবেন সেই ফরম্যাটে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: মহিলা বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি, হরমনপ্রীতরা জিতলে কত টাকা পাবেন জানেন?
