আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের আগে কোহলির এহেন সিদ্ধান্তে হতবাক হয়ে যায় ক্রিকেটবিশ্ব। 

কিন্তু কেন তিনি সরে গেলেন টেস্ট ফরম্যাট থেকে, সেটা নিয়েই চর্চা চলছে। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবি ডিভিলিয়ার্স। তিনি বিরাট কোহলির অবসর নেওয়ার কারণ জানিয়েছেন। 

দিনকয়েক আগে ডিভিলিয়ার্স বলেছিলেন, আমি চাই আরসিবি এবার আইপিএল খেতাব জিতুক। বেঙ্গালুরু জিতলে আমি আর বিরাট একসঙ্গে ট্রফি তুলব। 

সেই ডিভিলিয়ার্স বন্ধু বিরাটের অবসর প্রসঙ্গে বলছেন,  ''বিরাটের সিদ্ধান্ত সঠিক। হৃদয়ের ডাক শুনতে হয়। বিরাট ওর অন্তরের ডাককে অগ্রাধিকার দিয়েছে। ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে বিরাট। আমাদের ভাগ্য ভাল যে আমরা ওকে ক্রিকেট মাঠে আবার দেখতে পাব।'' 

চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন কোহলি। তাঁর দল আরসিবিও শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে। অনেকেই বলছেন, এবার ১৮-তম সংস্করণ। ১৮ নম্বর জার্সির মালিক বিরাট। তাই কোহলির হাতেই উঠবে এবারের আইপিএল।