আজকাল ওয়েবডেস্ক: ফাইনালের আগে চাপে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়া।
এটা ঘটনা, আমিরশাহির গরম। সঙ্গে আর্দ্রতা। চরম অস্বস্তিকর আবহাওয়ায় প্রায় প্রতি দু’দিনে একটি করে ম্যাচ খেলতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের চোট আঘাত জনিত সমস্যার আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কাই সত্যি হল শুক্রবার। কার্যত নিরর্থক নিয়মরক্ষার ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়লেন ভারতীয় দলের মহাগুরুত্বপূর্ণ দুই তারকা।
এক জন হার্দিক পাণ্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার। বুমরার সঙ্গে এশিয়া কাপে তিনিই দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন হার্দিক। সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি। আর একজন অভিষেক শর্মা। টুর্নামেন্টে সেরা ফর্মে থাকা ব্যাটার। তিনিও ফিল্ডিং করার সময় নবম ওভারে পেশিতে টান নিয়ে মাঠ ছাড়েন। তিনিও আর মাঠে ফেরেননি। ডাগআউটে তাঁদের দেখা যায় হ্যামস্ট্রিংয়ে বরফ লাগিয়ে বসে রয়েছেন। দুই মহাগুরুত্বপূর্ণ তারকার চোট স্বাভাবিকভাবেই প্রশ্নে রাখবে ভারতীয় শিবিরকে।
রবিবারই এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচে আদৌ খেলবেন তো হার্দিক–অভিষেকরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও যে ভারতীয় শিবিরকে বিশেষ আশ্বস্ত করে গেলেন, তেমন নয়। বিশেষ করে হার্দিককে নিয়ে তিনি যেটা বললেন, সেটা বেশ উদ্বেগের। মর্কেল বলছেন, ‘দু’জনেই ক্র্যাম্পের সমস্যায় ভুগছে। হার্দিককে নিয়ে আমরা শুক্রবার ও শনিবার ওঁর পরিস্থিতি বুঝব। তারপর ওকে ফাইনালে খেলানো নিয়ে সিদ্ধান্ত। তবে অভিষেক ঠিক আছে।’ অর্থাৎ হার্দিক আদৌ রবিবার খেলবেন কিনা নিশ্চিত নন ভারতীয় দলের কোচ।
মর্কেল সাফ জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। শনিবার ভারতীয় দলের অনুশীলনও বাতিল করা হয়েছে। রাখা হয়েছে ঐচ্ছিক পুল সেশন। ক্রিকেটাররা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে, এশিয়া কাপে অপরাজিত টিম ইন্ডিয়া। পচা শামুকে পা কাটার থেকে একটুর জন্য বেঁচে গেল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের গ্রুপ পর্বে এবং সুপার ফোরে সব ম্যাচ জেতার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে টিম ইন্ডিয়ার বোলিং। জশপ্রীত বুমরাকে ছাড়া পরীক্ষার মুখে পড়ে ভারতের বোলিং বিভাগ। চলতি এশিয়া কাপে সবচেয়ে উপভোগ্য ম্যাচ। এর আগে বেশ কয়েকটা একতরফা ম্যাচ দেখা গিয়েছে। কিন্তু শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াই করে শ্রীলঙ্কা। ২০৩ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ২০২ রানে শেষ করে শ্রীলঙ্কা। যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বিধ্বংসী মেজাজে শুরু করে লঙ্কার ব্যাটাররা। আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু শক্তিশালী ভারতের বিরুদ্ধে চমকে দেয় শ্রীলঙ্কা। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। জবাবে নির্ধারিত ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রানে শেষ করে শ্রীলঙ্কা। সুপার ওভারের প্রথম বলে আউট হন কুশল পেরেরা। কেন ছন্দে থাকা নিশঙ্কাকে নামানো হল না সেই নিয়ে প্রশ্ন রয়েছে। সুপার ওভারের শেষে ২ রান করে শ্রীলঙ্কা। পুরো ওভার ব্যাট করতে পারেনি। এক বল বাকি থাকতেই জোড়া উইকেট পড়ে যায়। দুর্দান্ত বল করেন অর্শদীপ সিং। অনায়াসেই তিন রান তাড়া করে জয় ভারতের। প্রথম বলেই তিন রান করে দলকে জেতান সূর্যকুমার যাদব।
