আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে ট্রফি ফেরত পাওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু নকভি সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় পদক্ষেপ করবে। 

আমাদের ট্রফি ফিরিয়ে দাও, ভারতের এই দাবি নস্যাৎ করে দিয়ে নকভি বলছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি এশিয়া কাপ ট্রফি এসিসি-র হেডকোয়ার্টার দুবাই থেকে এসে নিয়ে যাক। নকভির এহেন বক্তব্য খারিজ করে দিয়েছে ভারতীয় বোর্ড। আইসিসি-র আসন্ন মিটিংয়ে বিষয়টা উত্থাপ্পন করবে বিসিসিআই। 

আরও পড়ুন: উৎসবেও একসঙ্গে, পোশাকে রং মিলান্তি! তারকা যুগলের ভাইরাল ছবিতে কি সম্পর্কে সিলমোহর?

সংবাদ সংস্থা পিটিআই-কে এসিসি-র একটি সূত্র বলেছেন, ''বিসিসিআই সচিব, বিসিসিআই-এর এসিসি প্রতিনিধি রাজীব শুক্লা এবং শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বোর্ডও গত সপ্তাহে এসিসি প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে ভারতকে ট্রফি ফিরিয়ে দেওয়ার আবেদন করে চিঠি লিখেছেন।'' 

কিন্তু সেই চিঠির জবাবে নকভি লেখেন, ''বিসিসিআই থেকে কেউ দুবাই এসে ট্রফিটা নিয়ে যাক। ফলে বিষয়টা নিয়ে সমাধানসূত্র বেরোয়নি। বিসিসিআি নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। নকভির কাছ থেকে কোনওভাবেই ট্রফি নেবে না বিসিসিআই। আইসিসি-র মিটিংয়ে বিষয়টার নিষ্পত্তি হবে বলেই মনে হচ্ছে।'' 

এর আগে নকভিকে একপ্রকার হুমকিই দেয় বিসিসিআই। এশিয়া কাপ ট্রফি ফেরত চেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভিকে আনুষ্ঠানিক ই-মেইল পাঠাল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা নাকভির পক্ষ থেকে উত্তর প্রত্যাশা করছেন। যদি কোনও প্রতিক্রিয়া না আসে, তাহলে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে তোলা হবে।

বোর্ড সচিব সাইকিয়া বলেন, ''আমরা ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছি এবং এই বিষয়টি নিয়ে নিয়মিতভাবে ফলো-আপ করা হচ্ছে।'' উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে ট্রফি সংগ্রহ করতে অস্বীকার করে।

ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে পুরস্কার নিতে রাজি হননি ভারতীয় খেলোয়াড়রা। এর পর নাকভি ক্ষুব্ধ হয়ে পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করেন এবং কর্মকর্তাদের ট্রফিটি এসিসির দুবাই শাখার অফিসে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

৩০ সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সভায় বিসিসিআই নাকভির আচরণের তীব্র নিন্দা জানায়। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ''এশিয়া কাপের ট্রফি আনুষ্ঠানিকভাবে বিজয়ী ভারতীয় দলকে, অর্থাৎ অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়া উচিত।'' 

আরও পড়ুন: মাঠে ফিরছেন পন্থ, পরবেন অধিনায়কের আর্মব্যান্ড, জেনে নিন দিনক্ষণ ...