আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপে বিদেশির সংখ্যা কমছে বলেই সূত্রের খবর। 'জন নথিভুক্ত বিদেশির মধ্যে চার জনকে প্রথম একাদশে রাখা যাবে। বিদেশির সংখ্যা নিয়ে সুপার কাপের নিয়ম বদলে যাওয়ায় ইস্টবেঙ্গল প্রতিবাদ জানাতে চলেছে বলেই জানা যাচ্ছে।

সুপার কাপে ইস্টবেঙ্গলমোহনবাগান একই গ্রুপে। গ্রুপ পর্বেই ডার্বি হবে। কিন্তু বিদেশির সংখ্যা নিয়ে পরিস্থিতি যে দিকে মোড় নিতে চলেছে তাতে সুপার কাপের আগেই ইস্ট-মোহনের লড়াই হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।

উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া আগে চিঠি দিয়ে আসন্ন সুপার কাপে বিদেশির সংখ্যা কমানোর আবেদন করেছিলেন। তাঁর দাবি ছিল, ভারতীয় ফুটবলারদের স্বার্থে আইএসএলের মতো চারজন বিদেশি খেলানোর নিয়ম রাখা উচিত। অতীতে করা ফেডারেশন সভাপতির বিদেশির সংখ্যা কমানো নিয়ে করা মন্তব্যও সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল

আরও পড়ুন: ভারতের ট্রফি চুরি করার জের, বড় শাস্তি পেতে চলেছেন নকভি

মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হওয়ার আগেও টুর্নামেন্ট বিদেশিহীন করার আবেদন জানিয়ে ফেডারেশনকে চিঠি দেয় মোহনবাগান। কিন্তু তাঁদের এই দাবি মানা হয়নি। সেবারও ভারতীয় ফুটবলারদের স্বার্থের কথা তুলে ধরা হয়েছিল

এবার সুপার কাপের ক্রীড়াসূচি ঘোষণা করার আগে বিদেশির সংখ্যা কমানোর আবেদন করেছিল মোহনবাগানআইএসএলের নিয়ম মেনে ছ'জনকে নথিভুক্ত এবং চারজনকে প্রথম একাদশে রাখার অনুরোধ করা হয়েছিল। এর ফলে ভারতীয় ফুটবলাররা আরও বেশি করে খেলার সুযোগ পাবেন বলেই চিঠিতে বলা হয়েছিল

এর পরে গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। সুপার কাপের সূচি প্রকাশিত হয়েছেইস্টবেঙ্গলমোহনবাগান একই দিনে নামছে। ২৫ অক্টোবর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলরিয়াল কাশ্মীর মুখোমুখি। সেই ম্যাচটি হবে বিকেল পাঁচটায়

তার পরে সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনবাগান নামবে চেন্নাইয়িনের বিরুদ্ধে। কিন্তু লাল-হলুদ সমর্থকদের প্রশ্ন সব সময়ে ইস্টবেঙ্গলের ম্যাচের ফলাফল দেখে মোহনবাগান মাঠে নামবে কেন? লাল-হলুদ সমর্থকরা মনে করছেন, সবুজ-মেরুনকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তাঁদের প্রশ্ন, মোহনবাগান কেন বাড়তি সুবিধা পাবে? তাঁদের কেনই বা শীর্ষবাছাই করা হয়েছে? গতবার তো শীর্ষবাছাই ছিল না। তাহলে এবার নিয়ম কেন বদলানো হল? লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের সমর্থকরা ধ্বনি তুলেছেন, মোহনবাগানের কথায় কেন বিদেশির সংখ্যা নিয়ে নিয়মের পরিবর্তন করা হবে? সবুজ-মেরুনের সব খেলা কেনই বা ফাতোরদায় হবে? একাধিক প্রশ্ন ইস্টবেঙ্গল সমর্থকদের। 

সুপার কাপ এখনও শুরু হয়নিশিল্ড চলছে। পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে তাতে শিল্ড ফাইনালে মুখোমুখি হতে পারে দুই প্রধান। তার পরেই রয়েছে সুপার কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে বিদেশির সংখ্যা কমানো নিয়ে যে পরিস্থিতি উদ্ভুত হয়েছে তাতে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল। মাঠের বাইরে আরও একটা ইস্ট-মোহনের লড়াই দেখলেও অবাক হওয়ার কিছু নেই। 

আরও পড়ুন: শুভমনের প্রেমে মজলেন 'দিল্লিওয়ালি', মাঠেই প্রেমের প্রস্তাব, ভাইরাল রহস্যময় তরুণীর ছবি