আজকাল ওয়েবডেস্ক: পিঠে অস্ত্রোপচারের জায়গায় আরও একবার চোট পেলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে যশপ্রীত বুমরার। নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ড এভাবেই সতর্ক করেছেন বুম বুম বুমরাকে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে পিঠের ব্যথায় কাবু বুমরা আর বল করতে পারেননি। অস্ট্রেলিয়া থেকে ফেরা ইস্তক তিনি মাঠের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় ভারত।
বেঙ্গালুরুর সেন্টার অব এক্সলেন্সে রিহ্যাব করছেন বুমরা। কবে তিনি পুরোদস্তুর ফিট হয়ে উঠবেন তা জানা নেই কারওরই।
২০২৩-এর মার্চে ভারতের তারকা পেসারের পিঠে অস্ত্রোপচার হয়েছিল। সেই অস্ত্রোপচারের পরে প্রথমবার বড় সড় চোটের কবলে পড়লেন ভারতের তারকা বোলার। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ ছিলেন বন্ড।
এখন রাজস্থান রয়্যালসের বোলিং কোচ তিনি। প্রাক্তন কিউয়ি বোলার বলেন, ''বুমরার ওয়ার্কলোড সামলানো উচিত। আরও একবার চোট ফিরলে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।''
শেন বন্ড একসময়ে গতিদানব ছিলেন। ২৯ বছর বয়সে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। আইপিএল শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ। চলবে ২৫ মে পর্যন্ত। তার পরেই ভারতের ইংল্যান্ড সফর। বন্ড বলছেন, ''আমার মতে পুরোটাই ওয়ার্কলোড সামলানোর বিষয়। কিন্তু বুমরাকে বিশ্রাম দেওয়ার সুযোগ কোথায়? আইপিএলের মতো টি-টোয়েন্টি ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাটে খেলতে গেলেই সমস্যাটা হয়।''
যখনই ফরম্যাটে বদল আসে তখনই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বোলারের কাছে। কারণ টি-টোয়েন্ট ফরম্যাটে চার ওভার হাত ঘোরালেই চলবে। কিন্তু টেস্ট ফরম্যাটে নাগাড়ে বল করে যেতে হবে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলিং বিভাগকে একা টেনেছিলেন বুমা। অনেকেই সেই সময়ে বলেছিলেন, ওকে বল করিয়ে করিয়ে নিংড়ে নিয়েছে সব। বন্ড মনে করেন, আগামী বিশ্বকাপে বুমরা মূল্যবান সম্পদ ভারতীয় বোলিংয়ের। কিন্তু ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট রয়েছে ভারতের। বন্ড মনে করেন, বুমরাকে টানা তিনটির বেশি ম্যাচ খেলানো উচিতই নয়।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আইপিএলে পরীক্ষা দিতে হবে বুমরাকে।
