আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া ধীরে ধীরে চোটমুক্ত হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এশিয়া কাপের ফাইনালের আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি উরুর কোয়াড্রিসেপস ইনজুরিতে (quadriceps injury) আক্রান্ত হন।

বর্তমানে তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব প্রক্রিয়ায় রয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আসন্ন সাদা বলের সিরিজের কোনও এক পর্যায়ে হার্দিকের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে।

উল্লেখ্য, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওয়ানডে সিরিজটি প্রথমে শুরু হবে, আগামী ৩০ নভেম্বর থেকে।

হার্দিক পাণ্ডেয়া গত এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিনি চোট পান।

সেই ম্যাচে তিনি মাত্র এক ওভার বল করেছিলেন এবং এরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। চোটের কারণে তিনি আর সেই ম্যাচে ফিরতে পারেননি।

ফলে, হার্দিক শুধু পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনাল থেকেই বাদ পড়েননি, বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজের দলেও নির্বাচিত হননি।

তবে এবার তিনি সম্ভবত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই ফিরবেন বলে আশা করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বিসিসিআই সূত্র মারফত জানা যাচ্ছে, ‘ছুটির পর হার্দিক ২১ নভেম্বর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করেছেন।

তিনি সেখানে এক মাস থাকবেন। ইতিমধ্যেই তিনি জিম সেশন শুরু করেছেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজের কোনও পর্যায়ে তাঁকে মাঠে দেখা যেতে পারে।’

হার্দিকের অনুপস্থিতি ভারতের দলে স্পষ্টভাবে অনুভূত হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে ছাড়াই খেলতে হয় ভারতকে। ব্যাটিং গভীরতা বজায় রাখতে দল ব্যবস্থাপনা বাধ্য হয়ে স্পিনার কুলদীপ যাদবকে বাদ দেয়।

কিন্তু সেই কৌশল কাজে আসেনি। প্রথম দুই ম্যাচ হেরে ভারত শেষ পর্যন্ত সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়। এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজেও হার্দিকের অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।

ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

সবমিলিয়ে, আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক পাণ্ডেয়ার প্রত্যাবর্তন শুধু দলের শক্তি বাড়াবে না, বরং ভারতের সাদা বলের ক্রিকেটে নতুন উদ্যমও যোগ করবে বলে মনে করছে ক্রিকেটমহল।