আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে বিরাট আবেগে ভাসছে দেশ। এই আবহেই ২০২৩ সালে জিতিন যাদবের পোস্ট করা কোহলির সিবিএসই পরীক্ষার ফলাফল আরও একবার দৃষ্টি আকর্ষণ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। মার্কশিট পোস্ট করে জিতিন লিখেছেন, পরীক্ষার নম্বর দিয়ে সাফল্যকে বিচার করা যায় না। সাফল্য আসে পরিশ্রম ও নিষ্ঠা থেকে।

 

?ref_src=twsrc%5Etfw">August 9, 2023

জিতিনের পোস্ট করা মার্কশিটে দেখা যাচ্ছে ৬০০ নম্বরের মধ্যে ৪১৯ নম্বর পেয়েছিলেন কোহলি। ২০০৪ সালে ক্লাস টেনের  সিবিএসই পরীক্ষায় বসেছিলেন কোহলি। তিনি ইংরেজিতে পান ৮৩ নম্বর। অঙ্কে পান ৫১ নম্বর। সোশ্যাল সায়েন্সে ৮১-র পাশাপাশি হিন্দিতে ৭৫ নম্বর পান কোহলি। সায়েন্স ও টেক-এ কোহলির প্রাপ্ত নম্বর ৫৫। ইন্ট্রোডাক্টারি আইটি-তে পান ৭৪। 

কোহলির রেজাল্ট পোস্ট করে জিতিন আরও লেখেন, ''নম্বরই যদি সব হত, তাহলে গোটা দেশ কোহলিকে অনুসরণ করত না।''