আজকাল ওয়েবডেস্ক: ১৫ অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারত। দুটো ভাগে ক্রিকেটাররা অজি ভূমে যাবেন। প্রথম দলটা সকালে যাবে। দ্বিতীয় দল সন্ধ্যায়অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে রোহিত শর্মা, বিরাট কোহলিশ্রেয়স আইয়ার নয়া দিল্লিতে দলের সদস্যদের সঙ্গে যোগ দেবেন। ১৯ অক্টোবর পারথে ভারতের প্রথম ম্যাচ

একদিনের ক্রিকেটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্ব করবেন শুভমন গিল। যার ফলে ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, রোহিতকে নেতৃত্ব থেকে সরানো‌ হতে পারে। শেষপর্যন্ত তিন ম্যাচের একদিনের সিরিজের আগে শুভমনকে অধিনায়ক ঘোষণা করা হয়। একটি রিপোর্ট অনুযায়ী, দলের সংস্কৃতি নষ্ট করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগারকর স্পষ্ট জানিয়ে তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। তিন ফরম্যাটে তিন নেতা থাকা সম্ভব নয়। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা রোহিতকে নিজের মর্জি মতো চলতে দিতে চায়নি। তাঁদের ভয়, সেটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বোর্ডের এক সূত্র বলেন, 'রোহিতের পর্যায়ের একজন অধিনায়ক থাকলে ড্রেসিংরুমে ওর দর্শন চলবে। তবে ও শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবে। যে ফরম্যাট সবচেয়ে কম খেলা হয়। যা দলের সংস্কৃতি নষ্ট করতে পারে।'

আরও পড়ুন: মিশনে হিটম্যান! অস্ট্রেলিয়ায় প্রাক্তন পাক অধিনায়কের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনে...

রিপোর্টে বলা হয়েছে, হেড কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাস কিছুটা ব্যাকসিটে ছিলেন গৌতম গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বর্ডার-গাভাসকর সিরিজ হারের পর হস্তক্ষেপ করেন গম্ভীর। বোর্ডের সূত্র বলেন, 'হেড কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম ছয় মাস গম্ভীর টেস্টে এবং একদিনের সিরিজে খুব একটা হস্তক্ষেপ করেনি। কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর মাথা ঘামাতে শুরু করেন।' অস্ট্রেলিয়ায় গিলের নেতৃত্বে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ২০২৭ বিবাকাপ পর্যন্ত দুই মহাতারকা টানতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। দুই তারকার ফর্মের ওপর সেটা অনেকটাই নির্ভর করবে। বোর্ডের সূত্র জানান, 'এটা গম্ভীর এবং আগরকরের যৌথ উদ্যোগ। দু'বছর পরও ফর্মের শীর্ষে থাকা ওদের জন্য কঠিন হবে। দু'জনেরই বয়স তখন প্রায় ৪০ এর কাছাকাছি হয়ে যাবে। যদি রোহিত এবং বিরাটের ফর্ম হঠাপড়ে যায়, সেক্ষেত্রে বিপাকে পড়তে পারে নির্বাচকরা। দলের মধ্যে ঝামেলার সূত্রপাত হবে। ইংল্যান্ড সফরের আগে আচমকা দু'জন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাময়িকভাবে বিপদে পড়ে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টবুমরাকে ছাড়া ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডে জোড়া টেস্ট জেতে ভারত।'

শনিবার অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা হয়। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল নতুন অধিনায়ক। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব পুরোপুরি কেড়ে নেওয়া হয়। তবে দলে জায়গা পেয়েছেন হিটম্যান এবং বিরাট কোহলিউইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারেরতবে এই সিরিজে সম্ভবত বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং হর্ষিত রানাঅলরাউন্ডার বিভাগে রয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরচ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে

আরও পড়ুন: তেরো বছর আগে এলকোর বিরুদ্ধে বিরাট জয়, বিশেষ দিনে অস্কারের কাছে কল্যাণী ফিরল পয়মন্ত হয়েই