আজকাল ওয়েবডেস্ক: ১২ বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন হলেও রানে ফিরতে পারলেন না বিরাট কোহলি। শুক্রবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে হিমাংশু সাংওয়ানের বলে মাত্র ৬ রানে আউট হন। আউট হওয়ার এক বল আগেই একটি দৃষ্টিনন্দন স্ট্রেট ড্রাইভ মারেন। কিন্তু পরের বলেই বিপত্তি। বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ১৫ বল উইকেটে ছিলেন। সাংওয়ানের ক্রিকেট জীবনের উল্লেখযোগ্য মুহূর্ত। শুধু তাই নয়, কোহলি আউট হতেই ফাঁকা হয়ে যায় স্টেডিয়াম। রঞ্জি ট্রফির ম্যাচে সাধারণত ভিড় হয় না। কিন্তু বিরাটকে দেখতে এদিন অরুণ জেটলি স্টেডিয়ামের অর্ধেকের বেশি ভরে যায়। কোহলির মাস্টারক্লাসের অপেক্ষায় ছিল হাজার হাজার সমর্থকরা। সবাই হতাশ হয়ে ফেরেন। তবে এখনও একটা সুযোগ রয়েছে। দিল্লি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে, রানে ফেরার আরও একটা সম্ভাবনা থাকবে তারকা ক্রিকেটারের। 

রঞ্জির প্রথমদিন উত্তেজনায় ফুটছিল দিল্লির স্টেডিয়াম। যা ঘরোয়া ক্রিকেটে সচরাচর দেখা যায় না। ফ্যানরা কোহলির অপেক্ষায় ছিল। কয়েকটা বাড়তি গেট খুলে দেওয়া হয়। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও ছিল। ১৫ হাজারের বেশি ক্রিকেট ভক্ত হাজির ছিল। একজন ফ্যান নিরাপত্তা বলয় পেরিয়ে বিরাটের সঙ্গে দেখা করতে মাঠে ঢুকে পড়ে। পা ছুঁয়ে প্রণাম করে। দ্রুত তাঁকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেন কোহলি। তবে তারকা ক্রিকেটার আউট হতেই আর স্টেডিয়ামে অপেক্ষা করেনি সমর্থকরা। মুহূর্তের মধ্যে গ্যালারি ফাঁকা হয়ে যায়। বিরাট ফিরতেই ঘরোয়া ক্রিকেটের চিরাচরিত ছবি ফেরে। অধিনায়ক আয়ুশ বাদোনির ব্যাটে ভর করে লড়াই জারি রেখেছে দিল্লি।