আজকাল ওয়েবডেস্ক: অনেক ক্ষেত্রেই বিরাট কোহলির সঙ্গে তুলনা টানা হয় বাবর আজমের। যা সম্পূর্ণ ভিত্তিহীন। এবার এই প্রসঙ্গে সরাসরি মন্তব্য করলেন কামরান আকমল। স্পষ্ট জানিয়ে দিলেন, দু'জনের মধ্যে কোনও তুলনাই চলে না। যেসব ফ্যানরা দু'জনের মধ্যে তুলনা টানছে, তাঁদের সরাসরি মূর্খ বললেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার। বর্তমানে কোহলি এবং বাবর, দু'জনেই ফর্মে নেই। আকমল মনে করেন, প্রাক্তন ভারত অধিনায়ক একটা বেঞ্চমার্ক তৈরি করেছে। বিগত কয়েকবছর ধরে একটানা ভাল খেলেছে। দু'জনের মধ্যে তুলনা টানা প্রসঙ্গে আকমল বলেন, 'যারা দু'জনের মধ্যে তুলনা টানে, তাঁরা মূর্খ। বিরাট কোহলি বড় প্লেয়ার। ও একজন গ্লোবাল রোল মডেল। প্রচণ্ড প্যাশনের সঙ্গে খেলে। এইধরনের প্লেয়ার খুব কমই আসে। ও একটা বিরাট বেঞ্চমার্ক তৈরি করেছে। দু'জনের মধ্যে কোনও তুলনাই নেই।'
কোহলির সঙ্গে তুলনা না পসন্দ হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী আকমল। জানান, একদিনের ক্রিকেটে তাঁর ২০তম শতরানের অপেক্ষায় গোটা পাকিস্তান। এই রেকর্ড একমাত্র রয়েছে সৈয়দ আনোয়ারের। আকমল বলেন, 'বিরাট এত বড় প্লেয়ার, কিন্তু গত কয়েক বছর রান পেতে হিমশিম খাচ্ছে। শেষ পাঁচ বছরে মাত্র তিনটে টেস্ট শতরান রয়েছে। বাবরও রানের মধ্যে নেই। ওকে শুধু প্রক্রিয়া মেনে এগোতে হবে। গোটা দেশ ওর ২০তম শতরানের অপেক্ষায়। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রানে ফিরবে। আমরা চাই ও অন্তত ৩০-৩৫ টা শতরান করুক।' ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার জন্য মুখিয়ে আছেন বাবর। পাকিস্তানের সিনিয়র প্লেয়ার হিসেবে তাঁর কাঁধে প্রচুর দায়িত্ব। সেটা উপভোগ করেন প্রাক্তন পাক অধিনায়ক। ঘরের মাঠে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে চান।
