আজকাল ওয়েবডেস্ক: সাত গোলে কলকাতা লিগ শুরু করার পর, দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে নিউ আলিপুর সুরুচি সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল গুইতে ভ্যানলালপেকার। কলকাতা লিগে এদিন ইস্টবেঙ্গলের পাশাপাশি মহমেডান স্পোর্টিংয়েরও খেলা ছিল। লাল হলুদের ম্যাচ নৈশালোকের আলোয় হয়। প্রথমার্ধের ইনজুরি সময় গোল করেন পেকা। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪৮ মিনিটে সমতা ফেরান পরিবর্ত ফুটবলার কর্মণ্য বানসাল।
এদিন প্রথম ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। মেসারার্সকে সাত গোল দিয়ে শুরু করলেও, সুরুচির বিরুদ্ধে ছন্দপতন। ম্যাচে আধিপত্য বিস্তার করলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি লাল হলুদ। মনোতোষ মাঝি এবং জেসিন টিকে না থাকায় গোল করার লোকের অভাব ছিল। তারমধ্যেও বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোল সংখ্যা বাড়েনি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে বলরাম মান্ডির ভুল থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পেকা। দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি হলেও বল তেকাঠিতে রাখতে পারেনি লাল হলুদের তরুণ স্ট্রাইকিং ফোর্স।
