আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে ইস্টবেঙ্গলের। সাফল্যের শিখরে লাল হলুদের সিনিয়র এবং জুনিয়র দল। একদিকে টানা তিনটে ম্যাচ বড় ব্যবধানে জিতে গ্রুপ শীর্ষে থেকে ডুরান্ড কাপে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করে অস্কার ব্রুজোর দল। অন্যদিকে বিনো জর্জের দলও কম নয়। কলকাতা লিগে সুপার সিক্সের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়াম রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে চলে যায় লাল হলুদ ব্রিগেড। তবে এদিন ম্যাচের পাশাপাশি বেশ কয়েকটা তাৎপর্যপূর্ণ খণ্ডচিত্রের সাক্ষী থাকল নৈহাটি স্টেডিয়াম। খেলা শেষ হতেই মাঠে প্রবেশ করেন এক ইস্টবেঙ্গল সমর্থক। সটান ধরে ফেলেন সৌভিক চক্রবর্তীর পা। করলেন ট্রফির আবদার। কিছুটা হকচকিয়ে যান সৌভিক। সাধারণত শান্ত স্বভাবের। নৈহাটি মাঠে এমন পরিস্থিতির কল্পনা করেননি। তবে লাল হলুদ সমর্থকের পিঠে ভরসার হাত রাখেন সৌভিক। দেন ট্রফি জয়ের আশ্বাস। গত ১২ বছরে সুপার কাপ ছাড়া কোনও সাফল্য নেই। একবছর আগে কার্লেস কুয়াদ্রতের হাত ধরে ইস্টবেঙ্গলের ট্রফির খরা কেটেছিল। তারপর আবার যে কে সেই। কিন্তু এবার শুরুটা ভাল করেছে গঙ্গাপারের ক্লাব। ডুরান্ডে জ্বলছে মশাল। জুনিয়র দল এগোচ্ছে কলকাতা লিগেও। তাই সমর্থকদের সুদিন ফেরার স্বপ্ন দেখা অন্যায় নয়। 

এদিন পুরোনো দলের বিরুদ্ধে নেমেছিলেন মেহতাব হোসেন। তাই হারলেও আবেগতাড়িত। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল প্লেয়ারদের অভিনন্দন জানান। সৌভিকের সঙ্গে মাঠে দাঁড়িয়েই গল্প জুড়ে দেন মেহতাব। খেলা শেষে জানান, দুই দলের মধ্যে অনেক পার্থক্য। কলকাতা লিগের ডার্বির পর আবার গোলে ফেরেন সায়ন ব্যানার্জি। রেলের বিরুদ্ধে করেন জোড়া গোল। তারপর অভিনব সেলিব্রেশন। রেলওয়ে এফসির বিরুদ্ধে গোলের পর দিয়েগো জোটাকে শ্রদ্ধার্ঘ্য জানান ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি। নৌহাটিতে ফেরান লিভারপুলের প্রয়াত তারকার 'গেমার সেলিব্রেশন।' জোড়া গোল পেলেও হ্যাটট্রিক হয়নি। তাই কিছুটা আফশোস রয়েছে সায়নের। তবে আসল লক্ষ্য সিনিয়র দলে প্রত্যাবর্তন। সায়ন বলেন, 'হ্যাটট্রিকের চেষ্টা করেছি। কিন্তু হয়নি। পেশাদার প্লেয়ারকে প্রত্যেকদিন উন্নতি করতে হবে। আমি সেটাই চেষ্টা করছি। আবার সিনিয়র দলে ফেরার চেষ্টা করছি।' জোড়া গোল বাবা-মাকে উৎসর্গ করেন সায়ন। 

এদিনের জয়ে গ্রুপের শীর্ষ পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। তবে সেই নিয়ে খুব বেশি ভাবতে চান না। জানান, সুপার সিক্স নিয়ে ভাবছেন না। বাকি দুটো ম্যাচ জিততে চান। বিনো জর্জ বলেন, 'সবাই সুপার সিক্স নিয়ে ভাবছে। আমি সেটা নিয়ে বেশি চিন্তা করছি না। বাকি দুটো ম্যাচ জিততে চাই। ম্যাচ প্রতি এগোতে চাই। একটা সময় আমরা প্র্যাকটিসের জন্য মাঠ পাচ্ছিলাম না। বেশ কিছুদিন কৃত্রিম ঘাসের মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। মাঝে তার প্রভাব খেলায় পড়েছে। তবে অতীত নিয়ে ভাবছি না। বাকি দুটো ম্যাচ জিততে চাই।' বাকি দুটো ম্যাচ নিতে সুপার সিক্সের আশা জিইয়ে রাখাই লক্ষ্য লাল হলুদ ব্রিগেডের।