আজকাল ওয়েবডেস্ক: আয়োজক দেশ হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্যান্স। পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা চলছে দেশে বাইরে সর্বত্র। মহম্মদ রিজওয়ানরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিলেন। একটি ম্যাচও জিততে পারেননি। দুটি হার। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
২০১৭–র চ্যাম্পিয়নদের যে এমন দুর্দশা হবে তা কেউ ভাবতেই পারেনি। ২৯ বছর পর সে দেশে কোনও আইসিসি ট্রফির আসর বসেছিল। যেখানে চরম দুর্দশার মধ্যে পড়লেন রিজওয়ান, বাবররা।
দলের এই পারফরম্যান্সে ভয়ানক বিরক্ত সে দেশের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। তিনি বলেছেন, ‘ডি টিমকেই হারানোর যোগ্যতা আমাদের নেই। আমাদের দেশে পূর্ণশক্তির দলকে অন্য কোনও দেশের ডি টিম হারিয়ে দিয়ে যাবে। সম্মান তখনই মিলবে, যখন ভাল খেলবে এবং জিতবে। আর ভারত তো হারাবেই।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতার পর পাকিস্তান যাবে নিউজিল্যান্ডে। ১৬ মার্চ থেকে শুরু হবে সিরিজ। পাকিস্তান পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। টি২০ অধিনায়ক করা হয়েছে সলমন আলি আঘাকে। ওয়ানডেতে রিজওয়ান আছেন অধিনায়ক। বাবর, নাসিম শাহ, রিজওয়ানকে টি২০ সিরিজে রাখা হয়নি। তবে ওয়ানডে সিরিজে রিজওয়ান, বাবর, নাসিম আছেন। বাদ গিয়েছেন আফ্রিদি।
