আজকাল ওয়েবডেস্ক: আইপিএল জয়ের উন্মাদনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে চলছে বিরাটদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে আরসিবি ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। স্টেডিয়ামে যা মানুষ ঢুকতে পেরেছিলেন, বাইরে ছিলেন আরও বেশি। হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনায় মৃত ১১ জন। 

বিজয় উৎসব এভাবে মৃত্যু মিছিলে পরিণত হওয়ার ঘটনায় এক প্রকার শোকসন্তপ্ত দেশের প্রাক্তন ক্রিকেটার মদনলাল। তিনি এই অনুষ্ঠানের পরিকল্পনায় গলদ দেখছেন। উৎসাহী দর্শকদের সামলানোর ক্ষেত্রেও প্রশাসনিক গলদ দেখছেন মদনলাল। সংবাদ সংস্থা আইএএনএস-কে তিরাশির বিশ্বজয়ী ক্রিকেটার বলেছেন, ''আজকের দিনটা মানুষ কখনও ভুলবে না। বিরাট কোহলিও ভুলবে না। মানুষ বাইরে মরছে, আর ভিতরে অনুষ্ঠান চলছে। এটা মর্মান্তিক ব্যাপার এবং হতাশাজনকও বটে। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য নিহতদের পরিবারের উচিত আরসিবি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করা। বিসিসিআইও দায় এড়িয়ে যাচ্ছে।'' 

এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা হয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে কোহলি ও অনুষ্কা চুমু ছুড়ছেন ভক্তদের উদ্দেশে। তারকা দম্পতি এর জন্য ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছেন। 

তবে বাইরে যে মৃত্যুমিছিল চলছে, সেই খবর হয়তো এসে পৌঁছয়নি ক্রিকেটারদের কাছে। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছেন, ঘটনার পরেই অনুষ্ঠান কাটছাঁট করে শেষ করে দেওয়া হয়। তাঁর কথায়, ''পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালেও গিয়েছি। যারা আহতদের চিকিৎসা করছেন সেই ডাক্তারদের বিরক্ত করতে চাইনি। ঘটনার কথা জানাজানি হতেই দশ মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়।''