আজকাল ওয়েবডেস্ক: শ্রেয়স আইয়ার এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অবাক হয়ে যায় ক্রিকেটমহল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে সুযোগ পান শুভমন গিল। সহ অধিনায়ক করা হয় তাঁকে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। মনোজ তিওয়ারি মনে করেন, অধিনায়কের আসল প্রার্থী শ্রেয়স। আইপিএলে ভাল অধিনায়কত্বে করেন। সেই দিল্লির নেতা থাকার সময় থেকে। তাঁর হাত ধরে রানার্স হয় দিল্লি। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন। পরের বছর পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন, শ্রেয়সেরই পরবর্তী অধিনায়ক হওয়া উচিত। মনোজ বলেন, 'রোহিতের পর আমি বলব শ্রেয়স। কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেভাবে দল পরিচালনা করেছে। আমি ওকে প্রথম শ্রেণীর ক্রিকেটে দেখিনি। তবে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ট্রফিও জিতেছে। ধারাভাষ্য দেওয়ার সময় অধিনায়ক হিসেবে আমি ওর উন্নতি দেখেছি। ও সামনে থেকে নেতৃত্ব দেয়। নিজে প্রচুর রান করে। মাঠে দারুণ সিদ্ধান্ত নেয়। যা একজন ভাল অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজন। ও সেটা সফলভাবে করেছে। কেকেআরের অধিনায়ক থাকাকালীন দেখেছি।'
মনোজ দাবি করেন, নাইটদের চ্যাম্পিয়ন করার যাবতীয় কৃতিত্ব পান গৌতম গম্ভীর। ব্রাত্য থেকে যান শ্রেয়স। পাশাপাশি দাবি করেন, শ্রেয়সের থেকে শুভমনকে পছন্দ করেন গম্ভীর। মনোজ বলেন, '২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়। কিন্তু ও কৃতিত্ব পায়নি। মাত্র একজনকে যাবতীয় কৃতিত্ব দেওয়া হয়। আমার মনে হয়, চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভরত অরুণের পাশাপাশি ওরও কৃতিত্ব প্রাপ্য ছিল। ওরা সাপোর্ট স্টাফ ছিল। কিন্তু ও অধিনায়ক ছিল। মাঠে যাবতীয় সিদ্ধান্ত ওর ছিল। আমার মনে হয়, ভবিষ্যতে শ্রেয়স ভারতীয় দলের অধিনায়ক হবে। দীর্ঘদিন ধরে থাকবেও। তবে শুভমন গিলের সঙ্গে ওর নেতৃত্বের লড়াই হবে। কারণ বর্তমান কোচ শ্রেয়সের থেকে গিলকে বেশি পছন্দ করে। তাই দু'জনের মধ্যে লড়াই হবে। তবে দেখা যাক ভবিষ্যতে কী হয়।'
কয়েকদিন আগে একদিনের ক্রিকেটে শ্রেয়সকে পরবর্তী অধিনায়ক করার গুঞ্জন রটে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই প্রসঙ্গে মুখ খোলেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। বোর্ডের এক সূত্র দাবি করেন, এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি ভাবা হচ্ছে শ্রেয়সকে। শোনা যাচ্ছে, কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া রোহিতকে, অধিনায়কের চাপ থেকে মুক্ত করতে চাইছে বোর্ড। কিন্তু যাবতীয় গুঞ্জন উড়িয়ে দেন বিসিসিআই সচিব। দাবি করেন, বোর্ড কর্তাদের মধ্যে এই নিয়ে কোনও আলোচনা হয়নি। সাইকিয়া বলেন, 'এটা আমার কাছে খবর। এই নিয়ে কোনও আলোচনাই হয়নি।' একটানা ভাল পারফরমেন্স সত্ত্বেও ইংল্যান্ড সিরিজে সুযোগ পাননি। এবার এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন। বারবার ব্রাত্য থেকে যাচ্ছেন শ্রেয়স।
